এবার করোনা আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পরিবারেই করোনা ভাইরাসের থাবা। আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। বর্তমানে তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি। করোনা পজিটিভ হওয়ায় তাঁকে সোমবার রাতে ওই হাসপাতালে ভরতি করা হয়।

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই রুজিরার শরীরে করোনা সংক্রমণের নানা উপসর্গও দেখা দিচ্ছিল। অসুস্থতা ক্রমশই বাড়তে থাকে। সোমবারই তাঁর কোভিড টেস্ট করানো হয়।

রিপোর্ট হাতে আসার পর আর কোনও ঝুঁকি নেওয়া হয়নি। রাতেই তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। গত বছরই পুত্রসন্তানের মা হয়েছেন রুজিরা। তাঁর মেয়ে আজানিয়াও যথেষ্ট ছোট।

খুদে আয়াংশ এবং আজানিয়ার মা রুজিরা সংক্রমিত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগে গোটা পরিবার।
তবে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী নয়, একের পর এক তৃণমূল নেতার আক্রান্ত হওয়ার খবর আসছে।

এদিন জানা গিয়েছে, করোনা সংক্রমিত বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। তাঁকেও সোমবার রাতেই বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর শরীরেও করোনার নানা উপসর্গ দেখা দিয়েছিল। তাতেই সন্দেহ হওয়ায় কোভিড টেস্ট করানো হয়। পরে রিপোর্টে জানা যায় আশঙ্কাই সত্যি হয়েছে।

করোনা থাবা বসিয়েছে বিধাননগরের ডেপুটি মেয়র তাপসবাবুর শরীরেও। এছাড়াও সম্প্রতি আক্রান্ত হয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আগে দমকলমন্ত্রী সুজিত বসু এবং সৌমেন মহাপাত্রও কোভিড আক্রান্ত হন। তাছাড়াও শিবপুরের বিধায়ক জটু লাহিড়ী, মহেশতলার বিধায়ক দুলাল দাস, চোপড়ার বিধায়ক রুকবানুর রহমান, জাঙ্গিপাড়ার বিধায়কও করোনা আক্রান্ত হয়েছিলেন।

এছাড়াও সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার।

সম্পর্কিত পোস্ট