করোনা আবহঃ মানবিকতা না প্রচার ,কে আগে ??

রাহুল গুপ্ত

করোনা পরিস্থিতির মোকাবিলায় গোটা দেশ জুড়ে লক ডাউন। মহানগরীর বস্তিগুলোতে যারা বাস করেন , যারা দিন আনে দিন খায় তাদের অবস্থা তথৈবচ। এই অবস্থায় ওদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। তাদের কাছে পৌঁছে দিচ্ছে কখনও রান্না করা খাবার , কখনও বা খাদ্য দ্রব্য সামগ্রী।

আবার ধরুন আপনার পাড়ার একেবারে অনামী এক জন তিনি ও জনা কয়েকজনকে নিয়ে ঐকান্তিক প্রচেষ্টায় খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। উদ্দেশ্য আপাত দৃষ্টিতে এক হলেও হয়তো এক নয়।

আচ্ছা ধরা যাক যদি আজকের করোনা আজ থেকে অন্তত বছর ২৫ আগেও ঘটতো,তাহলে কি আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতাম না ?? উত্তর এক কথায় দাঁড়াতাম। কিন্তু সেদিন কোনো প্রচার হতো না, আজকের মতো। তাহলে ?
প্রশ্ন ঠিক এইখান থেকেই শুরু হয়।

আমরা দেখছি আজকের সমাজসেবী সংগঠন গুলো মানুষের সেবা করতে গিয়ে প্রায় সবাই , ( ব্যতিক্রম রয়েছে বৈকি ) নিজেদের সংগঠনগুলোর কিংবা কর্মকান্ডের প্রচারে নেমে পড়েছেন। ফেসবুক থেকে হোয়াটস্যাপ সব ক্ষেত্রেই ছবি কিংবা ব্যানার দিয়ে প্রচারে বাস্ত।

এই জায়গায় আপনার পাড়ার অনির্বান কিংবা সন্তু হয়তো লাল্টু , পল্টু কি সঙ্গে নিয়ে ত্রাণ সামগ্রী দিচ্ছেন কিছুটা , নেই প্রচারের ঝলকানি কিংবা আধুনিক ফোন। যে ফোনে ছবি তুলে দিলেই খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যাবে এই বার্তা। যার ফলে আগামী দিনে খাদ্য দ্রব্য কেনার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব ও হবে না ।

মুখ্যমন্ত্রী ফান্ডে বা প্রধানমন্ত্রী ফান্ডে তারা অর্থ দান করতে পারছেন না , তাহলে দান করলেই কি মানুষের পাশে দিয়ে দাঁড়ানো যায় ?

যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন – যে কোনো জনৈক ব্যক্তি যদি ১ টাকা ও দান করেন তিনি তা নেবেন।

আমরা দেখছি শুনছি কেউ কেউ বহু কষ্টের জমানো অর্থের কিছুটা হলেও দিয়েছেন, তারা কি কোনো ব্যানার ব্যবহার করলেন ? সম্ভবত নয়।

সেক্ষেত্রে আবারও বলছি সবাই হয়তো নয় , গুটি কয়েক সমাজসেবী সংগঠন তারা যেভাবে ত্রাণ দেওয়ার পরিবর্তে নিজেদের প্রচারে বেশি ব্যস্ত , যদি তারা পাড়ার কোনো অজানা লাল্টু , পল্টু এর সাহায্যের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে হয়তো করোনা কাঁটায় বিদ্ধ মানুষগুলো বেশি উপকার পাবে।

আর দিনের শেষে মানবিকতার জোরে করোনাকে আমরা হারাতেই পারবো , সেক্ষেত্রে প্রচার টা খুব গৌন। প্রশ্ন এইখানেই , উত্তর হয়তো অজানাই থেকে যাবে। কিন্তু আমরা যারা পরিযায়ী শ্রমিকের মতোই পরিযায়ী সাংবাদিক কেউ কেউ মনে করতে শুরু করেছেন এই আবহে , আমরা করে যাবো প্রশ্ন।

কোনো বড়ো সংবাদ মাধ্যমের কর্মী নয় , নিতান্তই ছোট্ট পরিসরে থেকে প্রশ্ন রাখলাম , ক্ষমা করে দেবেন Please …..

সম্পর্কিত পোস্ট