বিশ্বের ১৭ টি দেশে ছড়িয়ে পড়েছে ভারতীয় করোনার স্ট্রেন, জানালো হু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত উদ্বেগ বাড়াচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ। বিশ্বের প্রায় ১৭ টি দেশে মিলল করোনার নতুন স্ট্রেনের। দ্বিতীয় ঢেউয়ে অভিযোজিত হয়ে আরও ভয়াবহ আকার নিচ্ছে কোভিডের নতুন প্রজাতি।

কোভিডের নতুন প্রজাতি B.1.617 প্রজাতির প্রথম দেখা মেলে ভারতে। এবার বিশ্বেও ছড়াচ্ছে তাঁর দাপট। জিসেডের তথ্য অনুযায়ী বিশ্বের ১৭ টি দেশে দেখা মিলেছে করোনার।

বৈশিষ্ট্য বদলে অধিক সংক্রামিত হচ্ছে করোনার নতুন স্ট্রেন। যা ভ্যাকসিনের প্রভাবকেও হার মানাচ্ছে। গত কয়েকদিন ধরেই ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা তিন লক্ষ পার করে চলেছে। একইসঙ্গে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে বহু মানুষের।

আরও পড়ুনঃ Coronavirus Cases India: 24 ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা 3 লক্ষ 60 হাজার 960

করোনা অতিমারির জেরে অন্যান্য রোগের নিয়মাফিক টিকাকরণের প্রক্রিয়া ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে। সেই টিকাকরণ ফের জোরকদমে চালু করার কথা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

হু এর তরফে জানানো হয়েছে, গত বছরের তুলনায় চলতি বছরে পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গেছে। তবে এখনও ৫০ টি দেশে ৬০ টি গণ টিকাকরণ প্রকল্প আটকে রয়েছে। হাম এবং পোলিও রোগের ঝুঁকি রয়েছে একাধিক মানুষের। যার মধ্যে বেশীরভাগ শিশু।

ইউনিসেফের তরফে বলা হয়েছে ২০১৯ সালে অন্যান্য রোগের টিকার ২.২৯ বিলিয়ন ডোজ বিলি করেছেন তাঁরা। কিন্তু গত বছরে করোনার কারণে তা নেমে আসে ২.০১ বিলিয়নে। গত কয়েক দশক ধরে যে লড়াই জারি ছিল সেই লড়াই কিছু মন্দীভুত হয়েছে করোনার জন্য।

সম্পর্কিত পোস্ট