বাড়ছে করোনা সংক্রমণ, আগামী ৭ দিনের জন্য লকডাউন মালদা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগণার পর ক্রমেই সংক্রমন বাড়ছে মালদা জেলাতেও। ফের লকডাউন হতে চলেছে মালদায়।
এই পরিস্থিতিতে ৩ থানা এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নিল মালদা জেলা প্রশাসন। সোমবার বিকেলে লকডাউন নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় মালদা জেলা প্রশাসনিক ভবনে।
সেখানে সিদ্ধান্ত হয়, বুধবার থেকে পুরোপুরি ৭ দিনের জন্য শুরু হবে লকডাউন। ইংরেজবাজার, কালিয়াচক এবং পুরাতন মালদা এই তিনটি থানা এলাকায় লাগু হবে লকডাউন।
শুধুমাত্র সকালে তিন ঘণ্টা খোলা থাকবে বাজার। বাকি সব বন্ধ। চলবেনা যানবাহনও ।
প্রতিদিন জেলায় বাড়ছে করনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮০০। তাই সংক্রমণ রুখতে লক ডাউনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
চীন সীমান্তে শহীদ হওয়া সেনাদের স্মৃতির প্রতি শ্রদ্ধায় জাতীয় কংগ্রেসের উদ্যোগ রক্তদান শিবির
অন্যদিকে,উত্তর ২৪ পরগনার বারাসাত পুলিশের তরফে জেলার নটি থানা এলাকায় সমস্ত রকমের জমায়েত ১৪ দিনের জন্য বন্ধ করা হয়েছে।
করোনা পজিটিভের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে।
সেই অনুযায়ী আজ পুলিশ মাইকিং করে রাস্তার ধারে থাকা সমস্ত দোকানপাট বন্ধ করে দেয়। রাস্তাঘাটে জনসমাগম নিয়ন্ত্রণ করা হয়। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।