দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে করোনাঃ মনমোহন সিং

দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে করোনাঃ মনমোহন সিং

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দাবানলের মত ছড়িয়ে পড়ছে মারনরোগ করোনা। এই মুহূর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩১। শুধুমাত্র মানুষের শরীরেই নয়, দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলেছে করোনা। আগামী দিনেও ভারতের অর্থনীতিতে করোনার প্রভাব মারাত্মকভাবে পড়বে বলে মনে করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

মারণ করোনার হাত থেকে বাঁচতে সরকারকে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি এর প্রভাব যাতে না দেশের অর্থনীতিতে পড়ে সেদিকে নজর রাখার কথাও জানান প্রাক্তন প্রধানমন্ত্রী।

এই মুহূর্তে তিনটি বিষয় দেশের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সামাজিক বিভেদ, অর্থনৈতিক মন্দা এবং বিশ্ব স্বাস্থ্য মহামারী। সামাজিক বিভেদ এবং অর্থনৈতিক মন্দা এমনিতেই দেশের পরিস্থিতি দুর্বল করে দিয়েছে। তার ওপর কোভিড-১৯ মানুষের মধ্যে আরও আশঙ্কা তৈরি করেছে। করোনা শুধুমাত্র ভারত নয়, বিশ্বের অর্থনীতিতে এর প্রভাব পড়ছে বলে মনে করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃজঙ্গলে রাতযাপন, মেঘালয় থেকে গুয়াহাটি ফিরলেন ২৬০ আতঙ্কিত পরিযায়ী শ্রমিক

এই মুহূর্তে দেশের অর্থনীতির হাল ফেরাতে সরকারের পক্ষ থেকে অতি সতর্কতা হিসাবে নতুন কোনও ফিস্কাল স্টিমুলাস প্ল্যান নেওয়া দরকার । ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং ওইসিডি এর তথ্য অনুযায়ী করোনার প্রভাবে শ্লথ হয়েছে আন্তর্জাতিক অর্থনীতির গতি। ১৯৭০ এর পর চিনের অর্থনীতিতে প্রভাব ফেলেছে করোনা।

আমাদের দেশেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে করোনা আতঙ্কের সংখ্যা, আগামী দিনের ভারতেও এর প্রভাব ফেলবে । এমনটাই মনে করছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।

মুষড়ে পড়া অর্থনীতির প্রভাব পড়তে চলেছে ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের ওপরেও। যার ফলে আগামী দিনে দেশের জিডিপি আরও কমতে পারে। এমনিতেই দেশের অর্থনীতি মুষড়ে পড়েছে। করোনার প্রভাব দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর ভাবে পড়তে পারে, মত প্রাক্তন প্রধানমন্ত্রির।

শুধুমাত্র করোনা নয়, দিল্লির হিংসার ঘটনা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলেছে বলে মনে করছেন মনমোহন সিং। তিনি লেখেন, দেশের অর্থনীতি যখন ক্রমাগত নীচের দিকে যেতে শুরু করেছে, তখন দিল্লির ঘটনা সেই গতিকে আরও বাড়িয়ে দিয়েছে। নতুন ব্যবসার জন্য টাকা নিয়োগ করতে পিছু হটছেন অনেকেই।

যে কোনও পরিস্থিতিতে দেশের মধ্যে যাতে না কোনভাবেই আতঙ্ক ছড়ায় সেদিকে নজর রাখার জন্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মোদি সরকারকে তিনটি নিদান দিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী।

আরও পড়ুনঃ সংসদ বিরোধী আচরণের জন্য সাত কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার

প্রথমত, কোভিড-১৯ এর মোকাবিলার জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকা দরকার।

দ্বিতীয়ত, সরকারের উচিত নাগরিকত্ব সংশোধনী আইন তুলে নেওয়া অথবা তার পরিবর্তন করা। যে সাম্প্রদায়িকতার বিষ এর হাত থেকে দেশকে রক্ষা করা।

তৃতীয়ত, দেশের অর্থনীতিকে কিভাবে চাঙ্গা করা যায়, সেদিকে সরকারের নজর দেওয়া।

সম্পর্কিত পোস্ট