করোনা আতঙ্কঃ সচেতনতা কর্মসূচি নারায়ণগড়ে
বাসুদেব দাস , পশ্চিম মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ১৩-নম্বর বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের খালিনা বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করোনা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হল বৃহস্পতিবার।
এদিন সকালে এলাকার সহায়ক দলের মহিলা এবং বুথ তৃণমূলের কর্মীরা একশো দিনের কাজের জায়গায় পৌঁছে, কর্মরত পুরুষ ও মহিলাদের করোনা সম্মন্ধে সচেতন করেন।
অহেতুক ভয় না পেয়ে রোগ প্রতিরোধে আগ্রহী হয়ে সচেন থাকতে, বারবার হাত ধুতে, ভিড় না জমাতে এবং ভীড়ের মধ্যে তাদের না যাওয়ার পরামর্শ দেন।
উক্ত বুথের প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা ১৩ নম্বর বাখরাবাদ অঞ্চলের সক্রিয় তৃণমূল নেতা সুশান্ত ধল।
এমনকি এদিন ওই শ্রমিকদের হাতে সাবান দিয়ে এবং মাস্ক পরিয়ে সচেতন করেন সহায়ক দলের মহিলারা। এরপর তারা এলাকার বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে সচেতন করেন এবং তাদের হাতেও সাবান ও মাস্ক তুলে দেন।
এদিনের বুথ তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগে খুশি হয়েছেন এলাকার বাসিন্দারা।