করোনা আতঙ্কঃ পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু মালদায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্য থেকে কাজ করে আসা পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করলো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ব্লক স্বাস্থ্য দফতর।
হরিশ্চন্দ্রপুর হাসপাতালের বাইরে এলাকার বিভিন্ন পঞ্চায়েতে থেকে আসা শ্রমিকরা ভিড় জমায়। এদের মধ্যে কেউ লখনৌও, কিউবা, আনন্দ বিহার, কেউ বা দিল্লি হরিয়ানাতে কর্মরত ছিল।
করোনা ভাইরাস আতঙ্কের জেরে একে একে বাড়ি ফিরতে শুরু করেছে সকলে। এদের বাড়ি ফেরার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
এলাকাবাসীদের অভিযোগ এরা বিভিন্নভাবে এলাকায় ফিরছে। ফিরে স্বাস্থ্য পরীক্ষা না করিয়ে এলাকায় বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। খবরটি সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসনকে বিষয়টি জানতে চেয়ে তলব করে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুনঃ লকডাউনের মাঝেই সমস্যায় পড়েছেন ? ভিডিওকলে জানান মহকুমা শাসককে..
রবিবার দুপুর থেকে শুরু হয়ে যায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে স্থায়ী স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র। কর্মরত চিকিৎসক ও নার্সরা বাইরে থেকে আসা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করে।
রবিবার রাত বারোটা অবধি স্বাস্থ্য পরীক্ষা চলছিল। আজও এর ব্যাতিক্রম হয়নি। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক স্বাস্থ্য অধিকর্তা অমল কৃষ্ণ মণ্ডল জানান, “আমরা রবিবার থেকেই হাসপাতাল চত্বরে বাইরে থেকে আসা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা শুরু করে দিয়েছি। রবিবার ৬০০ জনের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। আজও হবে। আপাতভাবে প্রত্যেক শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যাচ্ছে কারণ জ্বর সর্দি কাশি গলাব্যথা প্রভৃতি রয়েছে কিনা। সঙ্গে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। উন্নত চিকিৎসার জন্য চাঁচল বা মালদাতে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। এখনো কাউকে করোনা সন্দেহে আটক করা হয়নি। প্রত্যেক শ্রমিককে বলা হচ্ছে আপাতত ১৪ দিন বাড়িতে থাকুন। কারো সঙ্গে মেলামেশা করবেন না।”