রাজ্যে বাড়ল করোনা বিধিনিষেধ, পুজোয় নাইট কার্ফুতে ছাড়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বাড়লো বিধি নিষেধ। ৩০ অক্টোবর পর্যন্ত বহাল করোনা বিধি-নিষেধ। তবে ছাড় দেওয়া হয়েছে ১০- ২০ অক্টোবর পর্যন্ত। অর্থাৎ এবারের দুর্গাপুজোয় বাধাহীনভাবে ঘুরতে পারবেন আমজনতা। তবে মেনে চলতে হবে কোভিড গাইডলাইন। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নবান্ন।
করোনা জনিত বিধিনিষেধের মেয়াদ আরও একদফা বাড়ালো রাজ্য সরকার। তবে আসন্ন পুজোর দিন গুলোতে শিথিল করা হলো নৈশকালীন কড়াকড়ি। তবে এই পর্বেও লোকাল ট্রেন চলাচলের অনুমতি দেয়নি নবান্ন।
করোনা রুখতে রাজ্য সরকারের জারি করা বিধি-নিষেধের চলতি মেয়াদ বৃহস্পতিবারই শেষ হয়েছে। এদিন সন্ধ্যায় নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৩০ অক্টোবর পর্যন্ত করোনা বিধি নিষেধ জারি থাকবে।
তবে ১০ ই অক্টোবর পঞ্চমী থেকে কোজাগরী লক্ষ্মী পূজার দিন ২০ অক্টোবর পর্যন্ত রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বাইরে বেরোনো নিয়ে কোন কড়াকড়ি থাকবে না। অর্থাৎ আগের মত রাত জেগে ঠাকুর দেখতে পারবেন মানুষ।
তবে মাসের বাকি দিনগুলোতে যথারীতি নৈশ বিধি নিষেধ বলবৎ থাকবে। অর্থাৎ জরুরী কোনোও কারণ ছাড়া ওই সময় বাইরে বেরোনো নিষেধ থাকছে।