করোনার গ্রাসঃবুধবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করল ভারত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দ্রুত গতিতে বেড়ে চলেছে ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা। তাই বুধবার থেকে ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করল ভারত৷ ৩১ ডিসেম্বর অবধি সমস্ত বিমান বাতিল করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে।
সরকারীভাবে জানানো হয়েছে ব্রিটেনে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ৩১ ডিসেম্বর অবধি সমস্ত বিমান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত কয়েকদিনে দ্রুত গতিতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন করোনা ভাইরাসের সংক্রমণে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে।
ব্রিটেন, নেদারল্যান্ডস সহ ইউরোপের একাধিক দেশে ছড়িয়েছে নতুন স্ট্রেন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ জানিয়েছেন, একাধিক পরিবর্তন করে নতুন করে আবির্ভাব হয়েছে নতুন ভাইরাসের।
বুধবারের মধ্যে যারা ব্রিটেন থেকে আসবেন তাদের আরটিপিসিআর টেস্ট করা হবে বলে জানিয়েছেন তিনি। যাদের শরীরে করোনা পজিটিভ আসবে তাদেরকে আলাদা করে ৭ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/there-may-be-more-fater-sujata-who-will-join-from-bjp/
সোমবার সকালেই ব্রিটেন থেকে সমস্ত বিমান বাতিলের জন্য আর্জি জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, আগের থেকে সংক্রমণের হার কমেছে। এর মধ্যে নতুন স্ট্রেন ধরা পড়লে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। ইতিমধ্যেই সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথমে রয়েছে আমেরিকা।