Corona: করোনার দ্বিতীয় ঢেউ বাড়াচ্ছে উদ্বেগ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত বেড়ে চলেছে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৬৮,০২০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, অক্টোবরের পর এই প্রথমবার ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক। মৃত ২৯১ জন। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫,৪৯৮ জন।

এই মুহুর্তে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১.২ কোটি। এখনও অবধি মৃত্যু হয়েছে ১,৬১,৮৪৩ জনের।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪০,৪১৪ জন। মৃত্যু হয়েছে ১০৮ জনের। রবিবার মধ্যরাত থেকেই কার্ফু জারি করা হয়েছে গোটা রাজ্যে।

আরও পড়ুনঃ West Bengal Election: প্রয়াত উত্তর দমদমের বিজেপি কর্মীর মা

গত কয়েকদিন ধরে দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। মুম্বইয়ে একদিনে সর্বাধিক আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ রুখতে নতুন নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার। যেকোনো অনুষ্ঠানে জমায়েত যাতে না হয়, সেই নির্দেশ দিয়েছেন তিনি।

একইসঙ্গে কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ২২১৬ জন। কর্ণাটকে আক্রান্ত হয়েছেন ৩০৮২ জন। অন্ধ্রপ্রদেশে একদিনে আক্রান্ত ১০০৫ জন। তামিলনাড়ুতে আক্রান্ত ২১৯৪ জন।

অন্যদিকে ভোট মরশুমে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভোটের মিছিলে জমায়েত আশঙ্কা বাড়িয়েছে।

শনিবার দেশের ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। করোনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট