করোনা চিকিৎসায় রাজ্যে বাড়ছে ১ হাজার শয্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমনের প্রেক্ষিতে রাজ্য সরকার সরকারি-বেসরকারি কোভিড হাসপাতালে মোট এক হাজার শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
হাওড়ায় দুটি অধিগৃহীত বেসরকারি হাসপাতালে ৩০০টি বেডের বন্দোবস্ত করা ছাড়াও রাজ্যের বিভিন্ন ইএসআই হাসপাতাল ও মেডিক্যাল কলেজে বেড বাড়ানো হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
কলকাতা মেডিক্যাল কলেজে সাধারণ রোগীদের জন্য ১২০টি শয্যা এবং স্ত্রীরোগ, প্রসূতি ও শিশুদের চিকিৎসায় বউবাজারের লেডি ডাফরিন হাসপাতালে ৩০০ শয্যার ব্যবস্থা করা হচ্ছে।
মেডিক্যালের ইডেন ভবনে এখন থেকে শুধুমাত্র করোনা আক্রান্ত প্রসূতিদের প্রসব এবং পরবর্তী চিকিৎসা হবে বলে জানা গিয়েছে।
প্রবল প্রাকতিক দুর্যোগের সম্মুখীন উত্তরবঙ্গ, দক্ষিণে হাল্কা থেকে মাঝারী বৃষ্টি
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গ্রিন বিল্ডিঙে আরও ৫০টি কোভিড শয্যা ও সুপার স্পেশালিটি ব্লকে আরও ১৫টি করোনা এইচডিইউ বেড বাড়ানো হচ্ছে।
স্বাস্থ্য দপ্তর কামারহাটি সাগর দত্ত হাসপাতালে প্রতি সপ্তাহে ৫০টি করে পর্যায়ক্রমে বেড বাড়ানোর পরিকল্পনা করেছে । এছাড়া এম আর বাঙ্গুর হাসপাতালে ২৫-৩০টি সিসিইউ শয্যা বাড়ানো হবে।
বালিটিকুরি, ব্যান্ডেল ও উলুবেড়িয়া— রাজ্য ইএসআই-এর আওতায় থাকা এই তিনটি হাসপাতালে করোনা শয্যা ১০০ করে মোট ৩০০টি বাড়ানো হচ্ছে।
ইএসআই জোকায় সবশুদ্ধ ৪৭০টি শয্যা রয়েছে। সরকার অধিগ্রহণ করার পর সেখানে ১০০টি করোনা বেড চালু রয়েছে।
আরও ৬৮টি শয্যা বাড়ানো হচ্ছে ওই হাসপাতালে সুপার ডাঃ এম এন রায়। করোনা চিকিৎসায় ৮৯টি বেড বাড়ানো হচ্ছে বলে আমরি হাসপাতালের তরফে জানানো হয়েছে।