করোনা আপডেটঃ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪ জন, রেকর্ড বৃদ্ধি রাজ্যে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে ৫৪ জন। এই প্রথম একদিনে এত বেশি আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল রাজ্যে। সোমবার রাজ্যের তরফে এই পরিসংখ্যান জানানো হয়েছে।

রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪৫। কেন্দ্রের দেওয়া হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৩৩৯। সুস্থ হয়ে গিয়েছেন ১২ জন।

এরই মধ্যে রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরও ৪ চিকিৎসক। সম্প্রতি তাঁদের রিপোর্ট এসেছে। রিপোর্ট পজিটিভ এসেছে। এই রিপোর্ট আসার পরেই রীতিমত বেড়েছে উদ্বেগ। কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে সেটাই এখন বড় চিন্তার।

তবে কিছুটা হলেও রয়েছে স্বস্তির খবর। ৫৫ জনের রিপোর্ট নেগেটিভও এসেছে। এর মধ্যে চিকিৎসক ছাড়াও নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, যে সাত চিকিৎসক করোনায় আক্রান্ত, তাঁদের মধ্যে ৬ জনই প্রসূতি বিভাগে কর্মরত ছিলেন।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কঃ সিল করা হল ১০৯ নম্বর ওয়ার্ডের শহিদ স্মৃতি কলোনি

সোমবার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যসচিব ৷ তিনি জানিয়েছেন, হটস্পটগুলির পাশাপাশি এবার কম সংক্রমিত এলাকাতেও Rapid Test করা হবে ৷

রাজ্যে এখনও পর্যন্ত ৫৪৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে৷ রবিবার ৫৯টি করোনা পরীক্ষা করা হয়েছিল৷ তার মধ্যে প্রত্যেকটি রিপোর্টই নেগেটিভ এসেছে বলে রাজ্য সরকারে তরফে জানানো হয়েছে৷

অন্যদিকে, লকডাউন বিধি মানা হচ্ছে না রাজ্যে৷ সোমবারই এই মর্মে রাজ্যকে চিঠি পাঠায় কেন্দ্রীয় সরকার৷ এদিনই কেন্দ্রীয় দলের রাজ্য সফরে আসার কথা ফোনে জানানো হয়৷ তারই কিছুক্ষণের মধ্যে কলকাতায় পৌঁছেও যায় ২টি কেন্দ্রীয় দল৷
একটি দল রওনা দেয় জলপাইগুড়িতে৷ রাজ্যকে আগে থেকে কিছু না জানিয়েই কেন্দ্রীয় দলের এই সফর বলে দাবি রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত বলে মন্তব্য করেছেন।

সম্পর্কিত পোস্ট