করোনা আপডেটঃ গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৪৮ হাজার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত আক্রান্তের সংখ্যা ৪৮,৯১৬। এখন অবধি ভারতে আক্রান্তের সংখ্যা ১৩,৩৬,৮৬১।
গোটা দেশে এই মুহুর্তে একটিভ কোভিড আক্রান্তের সংখ্যা ৪,৫৬,০৭১। সুস্থ হয়েছেন ৮,৪৯,৪৩১ জন। ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড সংক্রমণে মারা গিয়েছেন ৭৫৭ জন।
গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩১, ৩৫৮। মোট আক্রান্তের সংখ্যা ৩,৫৭,১১৭ জন। যা গোটা দেশের মধ্যে সর্বাধিক।
তামিলনাড়ুতে মোট আক্রান্তের সংখ্যা ১,৯৯,৭৪৯ জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১,২৮,৩৮৯। আইসিএমআরের রিপোর্ট অনুযায়ী শুক্রবার ৪,২০,৮৯৮ জনের দেহের নমুনা সংগ্রহ করা হয়েছে।
২৪ ঘন্টায় আক্রান্ত করোনা আক্রান্ত ২২১৬ জন, শনিবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় লকডাউন
এরই মধ্যে মানবশরীরে কোভ্যাক্সিন ট্রায়াল শুরু করল এইমস দিল্লি। শুক্রবার ৩০ বছর বয়সী একজন ব্যক্তির দেহে প্রথম ট্রায়াল শুরু হয়। শুক্রবার প্রথম ডোজের দু’সপ্তাহ পর ওই ব্যক্তির শরীরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলোজি এবং ভারত বায়োটেক ইন্ডিয়ার মিলিত প্রয়াসে এই ভ্যাক্সিন চালু হয়। সারা বিশ্বে কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ মিলিয়নের অধিক। মৃত ৬,৩৬,২৬২। সুস্থ হয়েছেন ৮,৭৬৩,৫১৬।
ঝাড়খন্ডে নতুন করে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭৬২৭। মৃত ৭৬। এরই মধ্যে সুস্থ হয়েছেন ৩৩৫৪ জন