মহাষ্টমীর জনস্রোতে করোনায় ডোন্ট কেয়ার, ২৪ ঘন্টায় কলকাতায় সংক্রমনে ডবল সেঞ্চুরি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মহাষ্টমীর জনস্রোত কলকাতার রাজপথে। পেরিয়ে গিয়েছে দুদিন। হাতে বাকি মাত্র আর দুদিন। দুর্গাপুজোর শেষ মুহুর্তের আনন্দ চেটেপুটে উপভোগ করতে চলছে হুল্লোড়। ভীড় দেখে বোঝা মুস্কিল যে এপ্রিল-মে-জুন-জুলাই এই চার মাসে কোথায় দাঁড়িয়েছিল কোভিডের গ্রাফ।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে শেষ ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, ৭৭১ জন। যেখানে কেবল কলকাতাতেই শেষ ২৪ ঘণ্টায় ২০৩ জন করোনার কবলে পড়েছেন বলে জানিয়ে দিল স্বাস্থ্য দফতর।

কলকাতার পরই করোনা পরিস্থিতি ভয়াবহ হয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে শেষ একদিনে ১২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন ।

কলকাতার করোনা পরিস্থিতি দুর্গাপুজোর লাগামহীন ভিড়ের মাঝে কার্যত ভয়াবহ আকার নিচ্ছে। রাজ্যে যখন শেষ ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুর খবর এসেছে করোনার জেরে। নতুন করে মৃত্যু হয়েছে ৩ জনের।

করোনা জয় করে সুস্থ হয়েছেন ১৫৭ জন। অ্যাক্টিভ কেস ৪৩ জন। এদিকে, নদিয়ায় নকুন করে আক্রান্তের সংখ্যা ৪৬, হুগলিতে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৩ জন, শেষ ২৪ ঘণ্টায় হাওড়ায় ৬৭ জন , পূর্ব বর্ধমানে ৩২ জন, দার্জিলিং এ শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়েছেন শেষ একদিনে ৪২ জন। পূর্ব বর্ধমানে ৩২ , পশ্চিম বর্ধমানে ২২ জন শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন। শেষ একদিনে বীরভূমে ৫ জন, পুরুলিয়ায় ১ জন, বাঁকুড়ায় ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। দক্ষিণ দিনাজপুরে শেষ ২৪ ঘণ্টায় ২৪ জন আক্রান্ত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট