কলকাতায় এসে পৌঁছল করোনার ভ্যাক্সিন, ‘নো সাইডএফেক্ট’- জবাব কেন্দ্রের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতায় এসে পৌঁছে গিয়েছে করোনা ভ্যাক্সিন। ভ্যাকসিন প্রয়োগের দিন ঘোষণা হয়ে গিয়েছে। মকর সংক্রান্তির পর ১৬ জানুয়ারি থেকে হবে দেশ জুড়ে টিকাকরণ। তার আগে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে সরাসরি প্রশ্নটা করেই ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের মতে, বৈঠকে এদিন মমতা প্রশ্ন করেন, ‘আচ্ছা ভ্যাকসিনের সাইড এফেক্ট তথা পার্শ্বপ্রতিক্রিয়া নেই তো!’ জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী জোর দিয়ে বলেছেন, জনগণকে আতঙ্কমুক্ত করতে সরকার এই বিষয়টি স্পষ্ট করে বলুক।

ওই বৈঠকের পর তৃণমূলের তরফেও একটা ‘নোট’ দেওয়া হয়েছে সংবাদমাধ্যমকে। তাতেও পরিষ্কার লেখা রয়েছে যে মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন—এই দুই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে যথাযথ বৈজ্ঞানিক তথ্য রয়েছে তো!

দেশের সব মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠক শেষে উত্তর-পূর্বের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দুটি ভ্যাকসিনের কোনওটিতেই কোনও সাইড এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/vaccine-in-kolkata-todaythe-cheapest-vaccine-in-india-the-message-of-the-prime-minister/

এও বলা হয়েছে, এই ধরনের প্রশ্ন যদি এখন তোলা হয় তাহলেই বরং জনমানসে আতঙ্ক ছড়াতে পারে। গত রবিবার ৩ জানুয়ারি সকালে প্রথম সুখবর এসেছিল। সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রয়োগের অনুমতি দিয়েছিল ডিরেক্টর জেনারেল অব ড্রাগ কন্ট্রোল। তারা জানায়, জরুরি ভিত্তিতে দুটি কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

দুটি টিকাকে ছাড়পত্র দেওয়ার পরে বিভিন্ন মহল থেকে টিকা কতটা নিরাপদ তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল। রবিবার সন্ধ্যায় তার জবাব দিয়ে দেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভিজি সোমানি। সাংবাদিক বৈঠক করে তিনি জানান, দুটি টিকাই ১১০ শতাংশ নিরাপদ। মানুষের সুরক্ষা নিয়ে ন্যূনতম সংশয় থাকলে অনুমতি দেওয়া হত না।

সম্পর্কিত পোস্ট