১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু করোনার টিকাকরণ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর দেরি নয়। চলতি মাসের ১৬ তারিখ থেকেই দেশজুড়ে শুরু হবে করোনা টিকাকরণের প্রক্রিয়া। শনিবার এবিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কবে থেকে করোনা টিকাকরণের প্রক্রিয়া চালু হবে তা নিয়ে আলোচনা হয় এদিন। সেই বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে এটি যুগান্তকারী পদক্ষেপ। টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

প্রাথমিকভাবে টিকাকরণের প্রক্রিয়ায় সর্বপ্রথমে নাম থাকবে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী সহ করোনার ফ্রন্টলাইন ওয়ার্কারদের। সরকারী হিসাবে যার সংখ্যা প্রায় ৩ কোটি। এরপর ৫০ বছর বয়সের উর্ধে যাদের বয়স তাঁদেরকে টিকা দেওয়া হবে। এরপর ৫০ বছর বয়সের কম অথচ যাদের শরীরে কো-মর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হবে। সব মিলিয়ে প্রথম ধাপে প্রায় ৩০ কোটি ভারতীয় এই সুবিধা পাবেন বলে জানিয়েছে কেন্দ্র।

কিছুদিন আগেই জরুরী ভিত্তিতে ব্যবহারের জন্য ভারত বয়োটেকের কোভ্যাকসিন এবং অ্যাস্ট্রোজেনেকার কোভিশিল্ড এর ছাড়পত্র দেয় কেন্দ্র। দুটি টিকাই ধাপে ধাপে সারা দেশজুড়ে ব্যবহার করা হবে। কো-উইন অ্যাপের মাধ্যমে সেই প্রক্রিয়া সারা দেশজুড়ে চলবে। এর মাধ্যমেই টিকাকরণের পর বিশেষ নজর রাখা হবে। ইতিমধ্যেই প্রায় ৭৯ লক্ষ মানুষ এই তালিকায় নাম নথিভুক্ত করেছে বলে জানিয়েছে কেন্দ্র।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/modi-magic-the-committee-was-formed-to-celebrate-netajis-birth-anniversary/

আধার কার্ডের মাধ্যমে অ্যাপে রেজিস্ট্রারের মাধ্যমে এই সুবিধা পাবেন গ্রাহকরা। কোনও অসুবিধা হলে জেলা অথবা ব্লক অফিসারের কাছে নাম নথিভুক্ত করাতে পারবেন তাঁরা। কো-ইউন অ্যাপ আসলেই সাধারণ মানুষের জন্য তা খুলে দেওয়া হবে।

ইতিমধ্যেই দেশজুড়ে ৩৩ টি রাজ্যের ৬১৫ টি জেলার ৪৮৯৫ টি জায়গায় ড্রাই রান শুরু হয়েছে। একাধিক প্রক্রিয়ার মাধ্যমে চলছে করোনা টিকার মহড়া।

সম্পর্কিত পোস্ট