চিনের সাময়িক মুক্তি হলেও বিপদের মুখে ৩ দেশ
চিনের ন্যাশনাল হেলথ কমিশন বা এনএইচসি-এর তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত কেভিড-১৯-এর আক্রমণে মারা গিয়েছেন ২,৬৬৩ জন।
দ্য কোয়ারি ডেস্ক- মারণ ভাইরাসের কবল থেকে খানিকটা রেহাই পেয়েছে ড্রাগনের দেশ ।
করোনার থাবায় ৩ দেশ
তবে ভাইরাসের নিশাণায় এবার আতঙ্কের প্রহর গুণছে দক্ষিণ কোরিয়া, ইরান, ইটালির মতো দেশ ।
দীর্ঘ টালবাহানার পর ভারতীয় বিমানকে ড্রাগন ভূমিতে নামার অনুমতি দিয়েছে বেজিং ।
সবকিছু ঠিক থাকলে আগামিকাল উহানে নামতে পারে ভারতের বিমানটি।
অন্যদিকে ‘ডায়মন্ড প্রিসেন্স’ জাহাজে আটকে পড়া ভারতীয় নাগরিকদের আগামিকালই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ।
করোনাভাইরাসের আক্রমণে ইরানে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১২। আক্রান্তের সংখ্যা ৬১ ছাড়িয়েছে ।
আক্রান্তদের মধ্যে রয়েছেন স্বয়ং ইরানের উপস্বাস্থ্য মন্ত্রী। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এসেছিলেন উপস্বাস্থ্য মন্ত্রী ইরাজ হারিরচি। করোনা-সংক্রান্ত বিষয়ে কথা বলছিলেন তিনি ।
সেখানেই তাঁকে বারবার কাশতে দেখা যায় । ঘনঘন ঘামছিলেনও তিনি। কিছুক্ষণের মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
করোনার থাবায় ৩ দেশ, গৃহবন্দি ইরানের মানুষজন
করোনা ভাইরাসের আতঙ্কে কার্যত গৃহবন্দি অবস্থায় দিন কাটছে ইরানবাসীর । যাঁদের বেরোতেই হচ্ছে, তাঁরা মুখে মাস্ক পরছেন । পরিস্থিতি বিচার করে আগামী এক সপ্তাহের জন্য ইরানমুখী ও সেখান থেকে আসা সমস্ত উড়ান বাতিল করেছে সংযুক্ত আরব আমিরশাহি।
এই সিদ্ধান্তের জেরে সমস্যায় পড়বেন ইরানের অন্তত আট কোটি মানুষ। ইরাকেও এই ভাইরাস ছড়াচ্ছে বলে জানিয়েছে সে দেশের সরকার।
করোনা আতঙ্ক প্রভাব বিস্তার করেছে ইটালি এবং দক্ষিণ কোরিয়াতেও। ইটালিতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন মঙ্গলবার ভাইরাস-আক্রান্ত দায়েগু প্রদেশে গিয়েছিলেন ।
আপাদমস্তক ঢাকা পোশাকে তাঁকে হাসপাতালে রোগীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে ।
সেখানে আক্রান্তের সংখ্যা ৯০০। মুন জানিয়েছেন, ‘‘এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যকর্মীরা এই পরিস্থিতির সঙ্গে লড়তে সব রকমের চেষ্টা চালাচ্ছেন।’’
আরও পড়ুন : #CoronaEffect বিশ্বকে বাঁচাতে অনুসন্ধান জারি রাখল আমেরিকা
মারণ ভাইরাসের সঙ্গে লড়তে মার্কিন কংগ্রেসকে আপাতত আড়াইশো কোটি ডলার বরাদ্দ করতে বলেছে হোয়াইট হাউস ।
ভারত সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লি ছাড়ার আগে জানিয়েছেন, করোনা-পরিস্থিতি নিয়ে চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে কথা হয়েছে।
চিনের ন্যাশনাল হেলথ কমিশনের তথ্য
গত ২৪ ঘণ্টায় চিনে নতুন করে মৃত্যু হয়েছে ৭১ জনের । চিনের ন্যাশনাল হেলথ কমিশন বা এনএইচসি-এর তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত কেভিড-১৯-এর আক্রমণে মারা গিয়েছেন ২,৬৬৩ জন।
আক্রান্তের সংখ্যা ৭৭,৬৫৮। চিন ছাড়াও প্রায় ৩২টি দেশে আক্রান্ত আরও তিন হাজার।
এনএইচসি-র প্রকাশিত তথ্যই জানা গিয়েছে , গত কয়েক দিনে চিনে অনেকটাই কমেছে রোগের প্রকোপ ।
বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হুবেই প্রদেশের ছবিটা বর্তমানে খানিকটা স্বস্তিদায়ক বলে দাবি স্থানীয় প্রশাসনের।
আরও পড়ুন : গোপন করা হয়েছিল করোনা ভাইরাসের তথ্য,স্বীকারোক্তি চিনের
মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ দিন নতুন করে এই রোগে আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে রয়েছে।
চিনে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের তুলনায় সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীদের সংখ্যাটাও গত কয়েক দিনে অনেকটা বৃদ্ধি পেয়েছে ।
চিনের বিভিন্ন প্রান্তের চিকিৎসকেরা প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষ সুস্থ বলে ঘোষণা করেছেন ।
যে উহানে করোনা-আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে ঠাঁই পাওয়া যাচ্ছিল না, সেখানেই কয়েকটি হাসপাতাল শয্যা খালি থাকার কথাও জানিয়েছে ।
তবে চিনের বর্তমান ছবি দেখে এখনই স্বস্তির নি:শ্বাস ফেলতে পারছে না বিশ্ব স্বাস্হ্য সংস্থা হু ।
করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ের পথ যে এখনও অনেকটাই বাকি তা দক্ষিণ কোরিয়া, ইরান, ইটালির পরিস্থিই বলে দিচ্ছে ।