করোনার ভয়ঙ্কর গ্রাসে বাণিজ্য নগরী, পর্ব-১
রাহুল গুপ্ত
বাণিজ্য নগরী মুম্বাই , মায়ানগরী মুম্বাই স্তব্ধ, শান্ত। করোনার ভয়ঙ্কর গ্রাসে আরবের তীরের শহর টা।
যেমন ধরা যাক মুম্বাই স্টক এক্সচেঞ্জ এর সামনে পরিচিত কাকের মেলা। আজ সেখানেও ইতিউতি কাক দেখা যাচ্ছে। স্টক এক্সচেঞ্জ অফিস শুনশান। ফাঁকা। এ যেন মৃত্যু নগরী মুম্বাই।
আরবের তীর। নেই কোনোও মানুষ। নিজের ছন্দে বয়ে চলেছে আরব সাগর। কার অপেক্ষায় রয়েছে এই মহাসাগর ??? হয়তো ভালো সময়ের।
নিস্তব্ধ নীরব মুম্বাই বিমান বন্দর। অপেক্ষা করছে যাত্রীদের। এ যেনো নিজের সাথে নিজের কথা বলা
মুম্বাইয়ের বিখ্যাত বান্দ্রা ওয়ার্লি ব্রিজ , যা আরব মহাসাগরের উপর দিয়ে নির্মিত। নিস্তব্ধ নীরবতায় প্রহর গুনছে।
বাণিজ্য নগরীর বিখ্যাত পাঁচতারা হোটেল সংলগ্ন রাস্তা। হোটেল ট্রাইডেন্ট , কিংবা নারীমেনপয়েন্ট এর রাস্তা জনশূন্য , ফাঁকা।
মুম্বাই বিখ্যাত জগৎবিখ্যাত মেরিন ড্রাইভ। ভারতীয় বলুন কিংবা বিদেশি পর্যটক মেরিন ড্রাইভ এ আসা চাই। কিন্তু আজ লক ডাউনে আরবের তীরের মেরিন ড্রাইভ ফাঁকা।
১৫১ বছরের পুরোনো সেন্ট জেভিয়ার্স কলেজ সম্পূর্ণ বন্ধ লক ডাউনের জেরে
বিখ্যাত শিবাজী টার্মিনাস রেলওয়ে স্টেশন বন্ধ। নেই কোনও মানুষের ভিড় কিংবা তাড়াহুড়ো
বন্ধ মুম্বাই লোকাল ট্রেন চলাচলও। সাধারণ মানুষ একেবারে গৃহবন্দী।
কে জানতো হবে এই ছবি। সময়ের পরিবর্তনে আবার লড়াই শুরু হবেই। জিততেই হবে। আবার দেখা হবে মুম্বাই এ আরব সাগরের তীরে। অপেক্ষায় থাকা।