#Coronavirus নভেল করোনায় কাবু মালদার পর্যটন
মঙ্গলবার থেকে মালদায় অবস্থিত পান্ডুয়াতে গৌড় আদিনাতে যে সকল স্মৃতিসৌধ রয়েছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- করোনা ভাইরাসের জেরে মালদার পর্যটন শিল্পেও প্রভাব পড়তে চলেছে।
করোনায় কাবু মালদার পর্যটন
মঙ্গলবার থেকে মালদায় অবস্থিত পান্ডুয়াতে গৌড় আদিনাতে যে সকল স্মৃতিসৌধ রয়েছে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের পক্ষ থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।
যার ফলে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা স্মৃতিসৌধ গুলি দর্শন করতে পারছেন না । হতাশ হয়ে ফিরে যাচ্ছেন তারা।
#Coronavirus: অনির্দিষ্টকালের জন্য মুলতুবি বিধানসভা, পিছিয়ে গেল স্কুল বন্ধের দিন
কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের তরফ থেকে জানানো হয়েছে আগামী একমাস মালদার গৌরে অবস্থিত বারোদুয়ারী,চামচিকা মসজিদ,ফিরোজ মিনার সহ একাধিক স্মৃতিসৌধ গুলি বন্ধ রাখা হচ্ছে ।
করোনায় কাবু মালদার পর্যটন,মূল ফটকে সরকারি নিষেধাজ্ঞা
এলাকার স্মৃতি সৌধ গুলির মূল দরজায় তালা ঝুলানো হয়েছে । ঝোলানো হয়েছে নির্দেশিকা ।
পাশাপাশি আদিনা এবং পান্ডুয়া তে পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে নির্দেশিকা জারি করা হয়েছে ।
মালদার আদিনাতে অবস্থিত ডিয়ার পার্কের মূল ফটকে সরকারি নির্দেশিকা ঝোলানো হয়েছে ।
একই সঙ্গে উল্লেখ রয়েছে করোনা ভাইরাসের কারণে আদিনা ডিয়ার ফরেস্টে পর্যটকদের ঢোকা বারণ ।
স্বাভাবিকভাবেই জেলার পর্যটন কেন্দ্র গুলি পর্যটকশূন্য হচ্ছে ।
ঘুরতে আসা পর্যটকেরা জানান, ইতিহাসের পাতায় মালদার গুরুত্ব অপরিসিম । বাংলার ইতিহাসে খন্ড চিত্র রয়েছে মালদায় ।
করোনার নিষেধাজ্ঞার ফলে বাংলার ইতিহাস চাক্ষুষ দর্শন থেকে বঞ্চিত হলেন তারা । অন্যদিকে এর প্রভাব পড়েছে পর্যটন ব্যবসায় ।
ব্যবসায়ীরা জানাচ্ছেন,করোনা ভাইরাসের জেরে কার্যত পর্যটক শূন্য হয়ে পড়েছে গৌড় আদিনা এলাকা । ফলের রুজি রোজগারে টান পরছে ।