করোনার নতুন স্ট্রেন এবার কলকাতায়, আক্রান্ত ব্রিটেন ফেরত যুবক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ব্রিটেনের নতুন করোনা স্ট্রেনের প্রজাতি এবার কলকাতাতেও। ব্রিটেন থেকে ২০ জন করোনার নতুন স্ট্রেন নিয়ে ভারতে প্রবেশ করেন । যার মধ্যে একজন কলকাতার।

এর আগে ব্রিটেন ফেরত সাত জনের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। যার মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। সংক্রমিত যুবক স্বাস্থ্য অধিকর্তার ছেলে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত একমাসে কলকাতা বিমানবন্দরে ৪৩৭১ জন রাজ্যের বাসিন্দা কলকাতা বিমানবন্দরে নামেন। যার মধ্যে ৮৩ জন ছিলেন কলকাতার। ২২ তারিখ দুই যাত্রীর শরীরে করোনার নতুন স্ট্রেনের উপস্থিতি মেলে। দুই জনের নমুনা সংগ্রহ করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিকেল জিনোম্যাক্সে পাঠানো হয়। এরই মধ্যে একজনের শরীরে করোনার নতুন প্রজাতি ধরা পড়ে।

আরও পড়ুনঃ রাজ্যপালের অপসারণের দাবীতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিল তৃণমূল

ওই যুবক কাদের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা শুরু করেছে স্বাস্থ্য দফতর। সেদিন ওই যুবকের সঙ্গে বিমানে যারা ছিলেন তাঁদের সকলের আরটিপিসিআর টেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

করোনার নতুন স্ট্রেনের উপস্থিতি ভারতে ধরা পড়ার পরেই আরও ৭ দিনের জন্য সমস্ত বিমান বাতিল করেছে কেন্দ্র। পরিস্থিতি বুঝে আগামীদিনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। কেন্দ্রের তরফে বুধবার টুইট করে এবিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী। পরবর্তীতে করা নিয়ন্ত্রণের মাধ্যমে নতুন করে পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ধরা পড়ার পরেই ২১ ডিসেম্বর সমস্ত বিমান সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রও। ভারতে ২০ জনের দেহে নতুন স্ট্রেনের দেখা মেলায় তা ৭ তারিখ অবধি বাড়িয়ে দেয় কেন্দ্র।

 

সম্পর্কিত পোস্ট