আতঙ্কিত না হয়ে,সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন জানালেন জেলার পুলিশ সুপার
করোনা নিয়ে আতঙ্কিত হবেন না, সরকারি নির্দেশিকা মেনে চলুন, আবেদন জানালেন উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার
দ্য কোয়ারি ডেস্ক : করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াবেন না। আতঙ্কিত হবেন না। স্বাস্থ্য দফতরের নির্দেশ, রাজ্য সরকারের নির্দেশিকা মেনে চলুন।
বৃহস্পতিবার এমন আবেদন জানালেন উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি।
যদিও করোনা নিয়ে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে জেলা শহর বারাসাতে। পথঘাটে লোকজন কমে গিয়েছে।
গত কয়েকদিনে উল্লেখযোগ্য ভাবে বেচাকেনা কমেছে বারাসাতের বড়বাজার সহ অন্যান্য বাজারে।
টোটো, অটো বা ভ্যান-রিক্সায় কমেছে যাত্রী সংখ্যা। করোনা আতঙ্কের জেরে মুরগির মাংসের দাম হ্রাস পেয়েছে অনেকটাই।
মাছের বাজারের পরিস্থিতিও খারাপ। গত দুদিন ধরে জেলার বিভিন্ন বাজারে ডিমের দামও নিম্নমুখি। দুদিন আগেও ডিমের জোড়া ছিল ১১ টাকা। সেই ডিম একসঙ্গে ৩০টা কিনলে মাত্র ৮০ থেকে ৯০ টাকায় পাওয়া যাচ্ছে।
আরও পড়ুনঃ করোনার জেরে মৃত ৩৪০৫, চিনকে ছাপিয়ে গেল ইতালি
একদিকে যখন বাজারে বেচাকেনা খারাপ, অন্যদিকে তখন ভিড় বাড়ছে ওষুধের দোকানে। মানুষ মাস্ক খুঁজছেন, স্যানিটাইজার খুঁজছেন।
কিন্তু সরকারি সতর্কতা মেনে চলার জন্য মানুষ মাস্ক ও স্যানিটাইজার কিনতে চাইলেও পাচ্ছেন না। অভিযোগ, বারাসাতের বেশ কিছু ওষুধ ব্যবসায়ী মাস্ক ও স্যানিটাইজার চড়া দামে বিক্রি করছেন।
যদিও এদিন জেলার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি ব্জানিয়েছেন, এরকম কোনও অভিযোগ আসেনি। কোনও অভিযোগ এলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিন পুলিশ সুপার বারবার আতঙ্ক না ছড়ানোর জন্য আবেদন জানান। পাশাপাশি তাঁর আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন। সভা-সমাবেশ না করার আবেদনও জানান অভিজিৎ ব্যানার্জি।