পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের মধ্যে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার রাজস্থানের জয়পুরে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধের দেহে করোনা ভাইরাসের খোঁজ মেলে। এই নিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬০।

সূত্রের খবর, কিছুদিন আগেই দুবাই থেকে রাজস্থানে ফিরেছেন ওই বৃদ্ধ। তাঁর শারীরিক পরিস্থিতি সন্দেহজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তা পজিটিভ বের হয়।

এমনিতেই মঙ্গলবার নতুন করে ১৬ জনের দেহে করোনার খোঁজ মেলায় নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন কেরল, ৩ জন কর্ণাটক, একজন জম্মু-কাশ্মীর এবং ৫ জন পুণের বাসিন্দা বলে জানা গিয়েছে। প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বিভিন্ন এলাকায় বাড়তি সতর্কতা জারি করেছে প্রশাসন।

আরও পড়ুনঃ বাংলাদেশে করোনা প্রকোপ, আক্রান্ত ৩

ইতিমধ্যেই কেরলের চার জেলায় স্বাস্থ্য সংক্রান্ত জরুরী অবস্থা জারি করা হয়েছে। এখনও অবধি কেরলে আক্রান্তের সংখ্যা ১৪ জন। চলতি মাসের শেষ অবধি বন্ধ রাখা হয়েছে স্কুল, সিনেমাহল, কোনভাবেই যাতে না সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে সেজন্য তৎপর হয়েছে প্রশাসন।

তিন বছর বয়সী একটি বাচ্ছার দেহে করোনার খোঁজ মেলে। পরে তাঁর বাব-মার রিপোর্ট পজিটিভ বেরিয়েছে। তাঁদেরকে আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে ৯৩ বছরের এক বৃদ্ধ, স্ত্রী, ভাই এবং পরিবারের অনেকেই এই মুহূর্তে আক্রান্ত।

কেরলের সরকারি খবর অনুযায়ী ১৪৯৫ জনকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। কোনও রকম ধর্মীয় অনুষ্ঠানের জমায়েত থেকে দূরে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

আরও পড়ুনঃ চিনের পর করোনার কবলে বিশ্ববাসী,ভারতে আক্রান্ত ৬

অন্যদিকে পুণের এক দম্পতির দেহে করোনা ভাইরাসের দেখা মেলে। এমনকি তাঁদের পরিবারের বাকি দুই শিশু আক্রআন্ত বলে জানা গিয়েছে। এমনকি বিমানবন্দর থেকে ফেরার পথে যে ট্যাক্সিচালক এনেছিলেন, তিনিও আক্রান্ত বলে জানা গিয়েছে।

আলাদা করে সতর্কতা জারি করেছে কেন্দ্র। কেন্দ্র সরকারের তরফে জারি নতুন নির্দেশিকা অনুযায়ী, চিন, হংকং, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, থাইল্যান্ড থেকে আসা পর্যটকদের ভারতে ঢোকা থেকে ১৪ দিন অবধি আলাদ করে পর্যবেক্ষণে রাখা হবে। পাশপাশি সংক্রমণ ঠেকাতে ফ্রান্স, জামার্নি, স্পেন, ইতালি থেকে আসা পর্যটকদের ভিসা বাতিল করেছে সরকার।

সম্পর্কিত পোস্ট