চলতি বছরে দেশজুড়ে করোনার রেকর্ড সংক্রমন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ উর্ধ্বগামী করোনার গ্রাফ। এবার দেশজুড়ে আক্রান্তের নিরিখে নতুন রেকর্ড। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ ৯৫ হাজার জন। মৃত ২০২৩ জন।

মোট আক্রান্তের সংখ্যা ১,৫৬,১৬,১৩০ জন। মোট মৃতের সংখ্যা ১,৮২,৫৫৩ জন।

এই নিয়ে টানা সাত দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ পার করেছে। বুধবার তা প্রায় ৩ লক্ষের গণ্ডি ছুঁতে চলেছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যগুলিকে লকডাউন ঘোষণার ক্ষেত্রে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণার কথা জানিয়েছেন।

দেশের মধ্যে সর্বাধিক করোনা আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬২,০৯৭ জন। মৃত ৫১৯ জন। ইতিমধ্যেই মহারাষ্ট্রে লকডাউনের মতোই কড়াকড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও কঠিন পথে হাঁটতে পারে সরকার। যদিও রাজ্যে ভরা লকডাউন ঘোষণার জন্য মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরের কাছে আবেদন জানিয়েছেন অন্যান্য মন্ত্রীরা।

মহারাষ্ট্র ছাড়াও দেশের অন্যান্য রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ২১,৭৯৪ জন। কেরলে একদিনে আক্রান্ত ১৯৫৭৭। উত্তরপ্রদেশে একদিনে আক্রান্ত ২৯,৫৭৪ জন। ছত্তিসগড়ে একদিনে আক্রান্ত ১৫,৬২৫ জন। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ৯,৮১৯ জন।

দিল্লিতে একদিনে আক্রান্তের সংখ্যা ২৮,৩৯৫। যা এখনও অবধি সর্বাধিক বলে মনে করা হচ্ছে। এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু অক্সিজেনের ঘাটতি উদ্বেগ বাড়িয়েছে।

মিজোরামে একদিনে আক্রান্ত হয়েছেন ৯০ জন। পরিস্থিতি হাতের বাইরে  যাওয়ার আগেই লকডাউন ঘোষণা করেছে ওই রাজ্যের সরকার।

সম্পর্কিত পোস্ট