#CoronaIndia ভাইরাসের আতঙ্কে ক্যাম্প বন্ধের পথে IPLফ্র্যাঞ্চাইজি
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ট্রেনিং ক্যাম্প নতুন করে শুরু করবে আবার ২১ মার্চ। মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- আন্টার্কটিকা বাদে বিশ্বের ৬টি মহাদেশে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা । WHO কর্তৃক অতিমারি ঘোষণার পরই বাতিল করা হয়েছে একের পর এক ইভেন্ট এবং টুর্ণামেন্ট।
🚨Announcement🚨: #VIVOIPL suspended till 15th April 2020 as a precautionary measure against the ongoing Novel Corona Virus (COVID-19) situation.
More details ➡️ https://t.co/hR0R2HTgGg pic.twitter.com/azpqMPYtoL
— IndianPremierLeague (@IPL) March 13, 2020
সংক্রমণ রুখতে ভারতেও পিছিয়ে দেওয়া হয়েছে IPL 2020 ।
যদিও বিসিসিআই এবং ফ্র্যাঞ্চাইজিগুলি টুর্ণামেন্টের আয়োজন করার অপ্রাণ চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
News: BCCI, IPL franchises’ meet held with the focus on public safety and well-being.
More details 👉 https://t.co/2pegv8HH5j pic.twitter.com/OMwBsAfaRX
— IndianPremierLeague (@IPL) March 14, 2020
কিন্তু, এখনও কোনও আশার বাণী বোর্ড শোনাতে পারেনি । খেলা হলেও, তা ফাঁকা স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনাই প্রবল।
covid19- আতঙ্কে বন্ধ অনুশীলন
এই পরিস্থিতিতে বিপুল লোকসানের মধ্যে পড়তে চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলি।
তবে,লোকসান মেনে নিয়েও করোনা রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারই পক্ষে তাঁরা ।
আরও পড়ুন : #CoronaVirusIPLকরোনার জেরে চেন্নাই ছাড়লেন মাহি
covid19-আতঙ্কে আইপিএল-এর আটটি ফ্র্যাঞ্চাইজি তাদের অনুশীলন বন্ধ করে দিয়েছে ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের ট্রেনিং ক্যাম্প নতুন করে শুরু করবে আবার ২১ মার্চ।
মুম্বই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যেই তাদের ক্যাম্প বন্ধ করে দিয়েছে ।
সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সোমবারই চেন্নাই শিবির ছেড়ে ফিরে গিয়েছেন রাঁচীতে ।
সেখানে ফিরেই বাইক নিয়ে বেরিয়ে পড়েছেন ক্যাপ্টেন কুল ।
করোনার থাবায় বিদেশের বিভিন্ন টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে ।
যেহেতেু টুর্নামেন্ট দেরিতে শুরু হবে, সেই কারণে আইপিএল-এর ফরম্যাটও রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল ।
কমতে পারে ম্যাচের সংখ্যাও । পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ।
সবার স্বাস্থ্য এবং সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে । সেই কারণেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের ক্যাম্প পিছিয়ে দিয়েছে ।
covid19- আতঙ্কে বন্ধ অনুশীলন,BBCI-কর্তৃপক্ষের Work From Home
এদিকে, করোনার জেরে সদর দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বোর্ড।
আরও পড়ুন : করোনা আতঙ্কে আইপিএলের সমস্ত ম্যাচ বাতিল করল দিল্লি সরকার
বিসিসিআই সূত্রের খবর, ১৭ মার্চ থেকে মুম্বইয়ে বোর্ডের সদর দপ্তর বন্ধ রাখা হবে । কর্মীরা সকলেই work from home করবেন ।
যে করোনার জেরে আইপিএল বাতিল হয়েছে, সেই করোনার জেরেই এবার বোর্ডের কাজকর্মও বন্ধের পথে ।
অনির্দিষ্টকালের জন্য এভাবেই কাজ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তবেই নতুন করে খোলা হবে দপ্তর ।