নির্বাচন কমিশনের দফতরে করোনার থাবা, ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগে জটিলতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার থাবা এবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও। করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ জন। এরই মধ্যে মৃত এক।

করোনা আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদের ২ জন পর্যবেক্ষক। তার মধ্যে গত দফার নির্বাচনে স্ক্রুটিনি করেছেন অন্য দুই পর্যবেক্ষক। কিন্তু ভোট গণনায় পর্যবেক্ষক নিয়োগ নিয়ে জেরবার কমিশন।

নিয়মানুযায়ী ২৯৪ টি কেন্দ্রের গণনার জন্য ২৯৪ জন পর্যবেক্ষকের প্রয়োজন হয়। কিন্তু একের পর এক করোনা আক্রান্ত হওয়ায় লোকের টান পড়েছে। পিছিয়ে দেওয়া হয়েছে জেলা পর্যবেক্ষকদের সঙ্গে কমিশনের আধিকারিকদের বৈঠকও।

২৯ তারিখ অষ্টম দফার নির্বাচন। তারপরেই ২ তারিখ রয়েছে গণনা। তার আগে একের পর এক আধিকারিক করোনা আক্রান্ত হওয়ায় জেরবার নির্বাচন কমিশন।

সম্পর্কিত পোস্ট