ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন, বরিস জনসনের ভারত সফরে অনিশ্চয়তা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনাভাইরাস এর নতুন স্ট্রেন নিয়ে উদ্বেগ বাড়ছে ভারতে। ইতিমধ্যেই ব্রিটেন ফেরত কুড়ি জন যাত্রীর দেহে মিলেছে করোনার নতুন স্ট্রেনের উপস্থিতি। নতুন করে গোটা দেশে সংক্রমণ ঠেকাতে তড়িঘড়ি ৩১ তারিখ পর্যন্ত সমস্ত উড়ান বাতিল করে দেওয়া হয়েছে দুই দেশের তরফেই।
সূত্র মারফত জানা গিয়েছে ব্রিটেনের ফেরত ২০ জনের মধ্যে ৬ জন নেমেছেন দিল্লি বিমানবন্দরে। কলকাতা নেমেছেন দুজন। আমেদাবাদে চারজন এবং অমৃতসরে আটজন। সকলেই এয়ার ইন্ডিয়ার লন্ডনের সরাসরি বিমানে ফিরেছেন। তাদের ইতিমধ্যে রাখা হয়েছে আইসোলেশনে।
এসবের মাঝেই নতুন করে জল্পনা শুরু হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর নিয়ে। ২০২১ সালের এর ২৬ এ জানুয়ারী ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। তবে ব্রিটেনে ইতিমধ্যে নতুন করে ব্রিটেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর সফর।
ব্রিটিশ মেডিকেল কাউন্সিল এর প্রধান চিকিৎসক ডাক্তার চাঁদ নাগপাল জানাচ্ছেন এখনো পর্যন্ত ব্রিটেনের যা পরিস্থিতি তাতে বরিস জনসনের ভারত সফরের কোন সম্ভাবনাই নেই। তাঁর মতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্রিটিশ সরকারের এই ঝুঁকি নেওয়া কোনোভাবেই উচিত নয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/gupkar-alliance-won-over-bjp-in-jammu-kashmir-ddc-election/
প্রসঙ্গত, বরিস জনসন আগেও দু’বার করোনা আক্রান্ত হয়েছেন। ভারত সফরে তিনি এলে তাঁর সঙ্গে আসবেন প্রটোকল মেনে প্রচুর আধিকারিক এবং নিরাপত্তাকর্মী। যা ভারতের ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকির বলে হতে পারে হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, এখনো নিয়ন্ত্রণের বাইরে যায়নি ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন। বিভিন্ন জায়গায় অধিক সংক্রমনের গতি দেখা গিয়েছে। তা ঠিক। কিন্তু নিয়ন্ত্রণে আসছে সংক্রমণ। সর্বোপরি আগের থেকে অনেক বেশি সতর্ক প্রত্যেকটি দেশ। ইতিমধ্যেই ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার পথে হেঁটেছে ৩০ টি দেশ।