বছর শেষে আতঙ্ক বাড়াচ্ছে করোনার নতুন স্ট্রেন, ব্রিটেন থেকে ফিরেছে ৪ হাজারের বেশী মানুষ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একটি বছর শেষের পথে। ২০১৯ এর শেষলগ্ন থেকে করোনার হাতছানি। এরপর ২০২০ পার করে ২০২১ এর শুরু হওয়ার কথা। তাতেও যেন পিছু ছাড়ছে না করোনা।
দীর্ঘদিন বিমান, বাস, ট্রেন, মেট্রো বন্ধ থাকার পর নতুন করে ফের স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। এরই মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়ে দিল করোনা নতুন স্ট্রেন। তড়িঘড়ি তাই ব্রিটেনের সঙ্গে যাতায়াত বন্ধ করেছে ভারত সহ অন্যান্য দেশ ।
ব্রিটেন থেকে ইতিমধ্যেই দেশে ফিরেছেন ৪৩৭১ জন। তাদের মধ্যে কলকাতার বাসিন্দা ৮৩ জন। এরাজ্যের বাসিন্দা ১০৪ জন। সংখ্যা টা বেশি হওয়াতেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।
ব্রিটেন ফেরত যাত্রীরা যে ফোন নম্বর দিয়েছেন তা অনেক ক্ষেত্রেই পাওয়া যাচ্ছে না। তাই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
ইতিমধ্যেই স্পস্ট নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যাদের শরীরে কোনো উপসর্গ পাওয়া যাচ্ছে বা যাদের উপসর্গ না থাকলেও রিপোর্ট পজিটিভ তাদের কমপক্ষে ১৪ দিন আইসোলেশনে রাখতে হবে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/released-the-schedule-of-higher-secondary-examinations/
কলকাতা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা এই সমস্ত জেলাগুলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন ব্রিটেন ফেরত বাসিন্দারা। ইতিমধ্যেই বিজয়ওয়াড়ায় এক মহিলার দেহে করোনার উপসর্গ পাওয়া যায়।
দ্রুত ওই মহিলাকে নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে জানা যায়, সেখান থেকে ওই মহিলা পালিয়ে যায়। সংক্রমন নিয়ে ওই মহিলা নিজের বাড়িতে যান। তবে সেখান থেকে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে কোথায় গিয়েছিলেন তা খোঁজ নিয়ে দেখছে প্রশাসন।