করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কতা, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধের সিদ্ধান্ত
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশে করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। তৃতীয় ঢেউয়ের আগাম সতর্কতায় একাধিক পদক্ষেপ গ্রহন করা হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
রবিবার জানানো হয় ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে। যদিও বর্তমানে বিশেষ কিছু রুটে বিমান চললেও অধিকাংশ আন্তর্জাতিক রুটেই বিমান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
২০২০ সালের ২৩ মার্চ থেকে করোনা সংক্রমনের জন্য বন্ধ আন্তর্জাতিক উড়ান পরিষেবা। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ভুটান, কেনিয়ার মত প্রায় ২৫ টি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি করেছে ভারত।
মমতা যাচ্ছেন ত্রিপুরা, সংখ্যাগরিষ্ঠতা হারানোর ‘ভয়’ বিজেপি সরকারের
এখনো পর্যন্ত কেবল সেই দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু রয়েছে ভারতের। এই এয়ার বাবল চুক্তিতে দুটি দেশের মধ্যে বিশেষ বিমানের মাধ্যমে পরিষেবা চলবে। বিমানে চড়ার আগে যাত্রীদের বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে।
আন্তর্জাতিক উড়ান পরিষেবা এখনই পুরোদমে চালু না হলেও বিমানে পণ্যবাহী বিমান এই নির্দেশিকার আওতায় পড়বে না বলে ডিজিসিএ’র তরফে জানানো হয়।