#Coronaupdate নোভেল করোনায় আক্রান্ত ১০ লক্ষ,মৃত ৫২ হাজারেরও বেশি
বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষ । যার মধ্যে শুধু আমেরিকাতেই আক্রান্ত ২ লক্ষ ৪৪ হাজার ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- ৪ মাস কেটে গেলেও থামার নাম নেই Covid19-এর । চিনের পর ইতালি সহ সমগ্র ইউরোপ হয়ে আমেরিকায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস ।
বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষ । যার মধ্যে শুধু আমেরিকাতেই আক্রান্ত ২ লক্ষ ৪৪ হাজার ।
ইটালি ও স্পেন মিলিয়ে মোট আক্রান্ত ২ লক্ষ ২৫ হাজারেরও বেশি । বিশ্বজুড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫২ হাজারেরও বেশি মানুষের ।
গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে দ্বিগুণ হারে বেড়েছে মৃতের সংখ্যা । যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।
WHO-র পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় চারমাস হয়ে গেল জাল বিস্তার করতে শুরু করেছে করোনা ।
বিশ্বব্যাপী মহামারি করোনা
ইতিমধ্যেই একে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করা হয়েছে । কিন্তু চারমাস পরেও প্রকোপ কমার বদলে ক্রমশই ভয়াবহ আকার নিচ্ছে করোনা ।
গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে ।
[ আরও পড়ুন : #Coronavirus Update ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যু মার্কিন যুক্তরাষ্ট্রে ]
এখনও পর্যন্ত শুধু আমেরিকাতেই ৬ হাজার জনের মৃত্যু হয়েছে ।
করোনার জেরে মৃতের সংখ্যার নীরিখে তালিকার শীর্ষে রয়েছে ইতালি । এখনও পর্যন্ত করোনার বলি হয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষ।
স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার । দুই দেশেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে । তালিকায় ২য় স্থানে ফ্রান্স । মৃত্যু হয়েছে ৫ হাজার জনের ।
আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ হাজার । তবে ফ্রান্সের থেকে কঠিন পরিস্থিতির শিকার জার্মানি ।
আক্রান্তের সংখ্যা এখানে ৮০ হাজার ছাড়িয়েছে । যদিও মৃত্যুর সংখ্যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেকাংশে কম।
বিশ্বব্যাপী মহামারি করোনা,ইউরোপে আক্রান্ত ৫ লক্ষ
তবে বিশ্বজুড়ে যতজন মানুষ আক্রান্ত হয়েছেন, তার অধিকাংশই ইউরোপিয় । বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ, সেখানে শুধু ইউরোপেই ৫ লক্ষ ।
শুধু এই মহাদেশেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৪ হাজার । এর মধ্যে বেশিরভাগই ইটালি ও স্পেনের বাসিন্দা ।
গত ২৪ ঘণ্টায় স্পেন ও ইতালিতে ৫০০’রও বেশি মানুষের মৃত্যু হয়েছে ।
[ আরও পড়ুন :করোনা কবলিত স্পেন, অব্যাহত মৃত্যু মিছিল ]
এদিকে কোরানার আতুঁড় ঘর চিনে নতুন করে বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে ।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, করোনায় আক্রান্ত ও মৃতের যে সংখ্যা দেখাচ্ছে চিন, তাতে গলদ আছে ।
আসল তথ্য চেপে গোটা বিশ্বকে ধোঁকা দিচ্ছে তারা ।
সাংবাদিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন, “নিজেদের দেশে ভাইরাস আক্রান্ত ও মৃতের সংখ্যা লঘু করে দেখানোর চেষ্টা করছে চিন। সংক্রমণ থেমে যাওয়ার যে দাবি তারা করেছে সেটাও সত্যি নয়।”