#Coronaupdate যুদ্ধকালিন তৎপরতায় মার্কিন মুলুকে পাড়ি দিল হাইড্রক্সিক্লোরোকুইন

করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে সঙ্কটজনক অবস্থা আমেরিকার । পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছিলেন হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভুগতে হবে নয়াদিল্লিকে । ২৪ ঘন্টার কাটতে না কাটতেই সুর বদল । 

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন,মোদী ভাল মানুষ। মোদী মহান !

এক সংবাদ সংস্থাকে ট্রাম্প বলেন, “দু’কোটি ৯০ লক্ষ ওষুধ আসছে ভারত থেকে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে আমার। ভারত থেকে ওষুধ আসছে। মোদী মহান। উনি খুব ভাল মানুষ।”

সংবাদ সংস্থা পিটিআই সুত্রে খবর, গুজরাতের তিনটে কারখানা থেকে জাহাজ বোঝাই ওষুধ পাড়ি দিয়েছে আমেরিকার উদ্দেশে । 

বুধবার সকালেই সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, এখনও মোদী যদি এই ওষুধ রফতানির উপর নিষেধাজ্ঞা না তোলেন খুব আশ্চর্য হব ।”

প্রসঙ্গত, মঙ্গলবারই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, হাইড্রক্সিক্লোরোকুইন না পাঠালে ফল ভুগতে হবে ভারতকে । 

তিনি বলেছিলেন, “মোদীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আশা করি, তিনি ওষুধের উপর নিষেধাজ্ঞা তুলে নেবেন। তবে তিনি যদি নিজের সিদ্ধান্তে অটল থাকেন, আমেরিকা পাল্টা পদক্ষেপ করতে পিছপা হবে না।”

[ আরও পড়ুন : #coronaupdate বিশ্ব জুড়ে আক্রান্ত ১২ লক্ষ ৭৮ হাজার ৬৫৪,মৃত ৬৯ হাজার ৭৫৮ জন ]

মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই আমেরিকায় ওষুধ পাঠানোর বন্দোবস্ত করল ভারত । 

করোনাভাইরাসের সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে সঙ্কটজনক অবস্থা আমেরিকার । পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও।

Covid19 মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইন ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে এমনটাই মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প । 

তাই আমেরিকায় এই ওষুধের চাহিদা তুঙ্গে । সারা বিশ্বের মধ্যে ৭০ শতাংশ হাইড্রক্সিক্লোরোকুইন উৎপাদন করে ভারত । 

আমেরিকার ড্রাগ কন্ট্রোল বোর্ডও এই ওষুধকে কোভিড-১৯ এর চিকিৎসায় ছাড় দিয়েছে ।

কিন্তু গত ২৫ মার্চ এই ওষুধের রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে নয়াদিল্লি।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, এখন থেকে শুধু মানবিক কারণে এবং আপৎকালীন প্রয়োজনেই এই ওষুধ রফতানি করা যাবে।

ট্রাম্পের হুমকিতে যুদ্ধকালিন তৎপরতায় মার্কিন মুলুকে ওষুধ পাড়ি দিল ।

তবে,দেশবাসীর জন্য হাইড্রক্সিক্লোরোকুইন কতটা তাড়াতাড়ি পৌছায় সেটাই এখন লাখটাকার প্রশ্ন ।

সম্পর্কিত পোস্ট