#CoronaUpdate শনিবারের বৈঠকের পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং করোনা মোকাবিলায় বুধবার বিরোধী রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করেছে Covid19 । দেসজুড়ে ২১ দিনের লকডাউন জারি করা হলেও রোখা যায় নি সংক্রমণ ।
বেড়েই চলেছে করোনার মারণ গ্রাস । বিকেল ৪টে পর্যন্ত মোট আক্রান্ত ৫ হাজার ৪৮০, মৃত ১৬৭ ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং করোনা মোকাবিলায় বুধবার বিরোধী রাজনৈতিক দলগুলির সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে লকডাউন-সহ একাধিক বিষয়ে আলোচনা করেন নমো ।
বুধবারের বৈঠকে প্রধানমন্ত্রী সাফ ইঙ্গিত দিয়েছেন যে লকডাউনের সময়সীমা আরও বাড়তে পারে।
সকাল ১১টা নাগাদ শুরু হয় বৈঠক । প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, শিব সেনার সঞ্জয় রাউত ।
Delhi: Prime Minister Narendra Modi held a meeting with floor leaders of parties whose combined strength in Lok Sabha and Rajya Sabha adds up to 5 MPs, via video conferencing today, on #COVID19 situation in the country. pic.twitter.com/62LkzLGhYE
— ANI (@ANI) April 8, 2020
এছাড়াও বিজেডি নেতা পিনাকী মিশ্র, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব-সহ অনেকেই ।
তাৎপর্যপূর্ণভাবে, প্রথমে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস ।
তবে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আলোচনায় অংশ নেন তৃণমূলের সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ।
জানা গিয়েছে, ১৪ এপ্রিলের পর লকডাউনের সময়সীমা বাড়ানো ও করোনা সংক্রমণ রুখতে অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয় ।
পাশাপাশি, সাংসদ তহবিল বাতিল করার কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে এদিন তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল ।
শুধু তাই নয়, করোনা মোকাবিলায় MPLAD ফান্ডের টাকা সরাসরি রাজ্যের হাতে তুলে দেওয়ার দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতারা।
[ আরও পড়ুন : #Coronaupdate লকডাউন সত্ত্বেও দেশে ৪ হাজারেরও বেশি আক্রান্ত ]
এদিকে, ১৪ এপ্রিলের পর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা, সেই বিষয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ।
আগামী শনিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।
সব মুখ্যমন্ত্রীদের মতামত শোনার পরেই লকডাউনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ।
১৪ এপ্রিল লকডাউন উঠুক বা না উঠুক, আরও অন্তত এক মাস শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল, ধর্মীয় অনুষ্ঠানের মতো জমায়েতের উপর নিষেধাজ্ঞা থাকতে পারে ।
মঙ্গলবার নিজেদের মধ্যে বৈঠকের পর তেমনই সুপারিশ করেছে করোনাভাইরাস নিয়ে গঠিত বিশেষ মন্ত্রিগোষ্ঠী ।
মন্ত্রিগোষ্ঠীর প্রস্তাব কেন্দ্রও মেনে নিতে পারে বলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর ।