#CoronaUpdate: নিউ আলিপুরে প্রয়োজনীয় দ্রব্য বিতরণে বিদ্যুৎমন্ত্রী, থাকলেন সায়নদেব, নীল ও তানিয়া

রাহুল গুপ্ত

কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ড। নিউ আলিপুরে মাসের শেষ দিনে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী তুলে দিলেন স্বয়ং রাজ্যের বিদ্যুৎমন্ত্রী-বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। উপস্থিত থাকলেন সায়নদেব চট্টোপাধ্যায়ও।

মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই কাজ হল। আনুমানিক ৫০০ টি পরিবারের হাতে চাল,ডাল,তেল,আলু,সাবান,বিস্কুট,মাস্ক সব তুলে দেওয়া হয়।

লকডাউন চলছে রাজ্য , দেশ জুড়ে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যের দেওয়া বিধি নিষেধ পালন করেই এদিন ৮১ নম্বর ওয়ার্ডের দরিদ্র মানুষজনদের হাতে মাসিক ব্যবহারিক প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ করোনা প্রভাবঃ হাওড়ায় খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণে শামিল তৃতীয় লিঙ্গের মানুষেরা

কোনো রাজনৈতিক প্রচার নয় , শুধুমাত্র মানুষের পাশে প্রকৃত অর্থে দাঁড়ানো এই ছিল এদিনের বার্তা। এদিন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান ঘরে থাকুন , সুস্থ থাকুন। করোনা ভাইরাসকে হারাতে গেলে দরকার সামাজিক দুরুত্ব বজায় রেখে এই লড়াই করা , যা সম্ভব শুধুমাত্র ঘরে থেকেই।

সায়নদেব জানান ” লড়াই আমাদের জিততেই হবে। মুখ্যমন্ত্রীর বলে দেওয়া বিধিনিষেধ গুলো মেনে চলুন আপনারা ” ।

সমাজসেবী তানিয়া ও নীল এর ঐকান্তিক প্রচেষ্টায় এদিনের খাদ্যদ্রব্য তুলে দেওয়ায় প্রকৃত দরিদ্র মানুষের যে কিছুটা হলেও উপকার হলো এই কঠিন পরিস্থিতিতে তা বলাই বাহুল্য।

আগামী দিনে এই ধরনের কাজ করে যেতে চান সমাজসেবী তানিয়া , কোনো রাজনৈতিক প্রচার নয় , শুধুমাত্র মানুষের পাশে থেকে মানুষের কাজ করে যাওয়াই এই কঠিন পরিস্থিতিতে আসল লক্ষ্য বললেন তানিয়া পাল।

সমাজসেবী নীল মালাকার জানান যতদিন এই অবস্থা চলবে তারা তাদের সাধ্যমতো মানুষের পাশে থাকবেন। এদিন নীল ও তানিয়ার উদ্যোগে রান্না করা খাবার ও তুলে দেওয়া হয় বেশ কিছু গরিব মানুষের মুখে।

সম্পর্কিত পোস্ট