#coronaupdate বিশ্ব জুড়ে আক্রান্ত ১২ লক্ষ ৭৮ হাজার ৬৫৪,মৃত ৬৯ হাজার ৭৫৮ জন

Worldometers.info-এর তথ্য অনুসারে বর্তমানে গোটা বিশ্বে ইতিমধ্যে আক্রান্ত ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে । 

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা । বাগে আনা যাচ্ছে না Covid19-কে । 

Worldometers.info-এর তথ্য অনুসারে বর্তমানে গোটা বিশ্বে ইতিমধ্যে আক্রান্ত ১২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে । 

মোট আক্রান্ত ১২ লক্ষ ৭৮ হাজার ৬৫৪ । মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৭৫৮ জনের।

আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র । প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । 

সেখানে মোট আক্রান্ত ৩ লক্ষ ৩৬ হাজার ৮৫১ জন। মৃত্যুর সংখ্যা ৯ হাজার ৬২০ ।

আমেরিকার পরেই রয়েছে স্পেন । আক্রান্তের সংখ্যায় ইটালিকে টপকে গেল তারা । 

মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৬৪৬ । তবে আশার আলো এই যে, রবিবার রাত থেকে মৃত্যুর সংখ্যা খুব একটা বাড়েনি । 

[ আরও পড়ুন : #Coronavirus মহামারির প্রভাবে হতে পারে খাদ্যসংকট,রাষ্ট্রপুঞ্জ ]

এর পরেই রয়েছে ইটালি (১ লক্ষ ২৮ হাজার ৯৪৮ জন)। মারণ ভাইরাসের কবলে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৮৮৭ জনের । 

জার্মানিতে আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে । অন্য দিকে, ফ্রান্সে আক্রান্ত ৯০ হাজার ৮৫৩ এবং চিনে ৮২ হাজার ৬৪১ জন ।

মৃত্যুর নিরিখে সবচেয়ে খারাপ পরিস্থিতি ইটালিতে। দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানেও হু হু করে মৃত্যুর সংখ্যা বাড়ছে । 

প্রায় সাড়ে ১২ হাজার মানুষের মৃত্যু হয়েছে স্পেনে । তৃতীয় স্থানে রয়েছে ফ্রান্স।

সেখানে মৃতের সংখ্যা ৮ হাজার ৭৮ । বিশ্ব জুড়ে করোনার এই তাণ্ডবের মধ্যেই অবশ্য আশার আলো দেখা যাচ্ছে ।

Covid19-এর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন বিশ্বের ২ লক্ষ ৬৬ হাজার ৯৬৮ জন ।

সম্পর্কিত পোস্ট