#CoronaUpdate আক্রান্ত বেড়ে ২৯৮, লকডাউনের জন্য প্রস্তুত দেশ
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আক্রান্তের সংখ্যা জানিয়েছিল ২৩৬ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে ২৯৮ হয়েছে।
দ্য কোয়ারি ডেস্ক : কোভিড ১৯ বা করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৯৮। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আক্রান্তের সংখ্যা জানিয়েছিল ২৩৬ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে ২৯৮ হয়েছে।
সারা বিশ্বে এ পর্যন্ত আড়াই লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর তাতে মৃত্যুর সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে করোনা ভাইরাস নির্ণয়ের ক্ষেত্রে ক্যাটাগরি পরিবর্তনের চিন্তাভাবনা করছে সরকার।
আগে ভ্রমণ এবং যোগাযোগের খুঁটিনাটি জেনে নিউমোনিয়ার লক্ষণ থাকা ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে এই ভাইরাস সংক্রামিত হয়েছে কিনা, পরীক্ষা করা হতো। এখন নিউমোনিয়ার লক্ষণ দেখা গেলেই এই পরীক্ষা করা হবে।
গত বৃহস্পতিবার জাতির প্রতি ভাষণে রবিবার সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত জনতা কারফিউর আহ্বান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
#CoronavirusPandemic দেশে রেকর্ড গড়ল করোনা,২৪ ঘন্টায় আক্রান্ত ৬৪
নিজের শহর বা এলাকায় অপ্রয়োজনে বের না হওয়ার জন্য নাগরিকদের প্রতি এদিন আবেদন জানান। কারণ, করোনা সংক্রমণ সারা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে।
ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। জানা গিয়েছে, শুক্রবার ইতালিতে করোনায় মারা গিয়েছেন ৬২৭ জন। ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে হল ৪০৩২ জন।
অন্যদিকে, করোনায় চিনে ৩১৩৯ জন, ইরানে ১৪৩৩ এবং স্পেনে ১০৯৩ জনের মৃত্যু হয়েছে। সারা বিশ্বে মোট মৃতের সংখ্যা ১১৩৯৯।
এদেশেও একটু একটু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী কাল জনতা কারফিউর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল সাতটা থেকে রাত ন’টা পর্যন্ত ঘরের বাইরে না যাওয়ার আরজি জানিয়েছেন। করোনা সংক্রমণের জেরে এর আগে ১৬৮টি ট্রেন বাতিল করেছিল ভারতীয় রেল।
প্রধানমন্ত্রী জনতা কারফিউ ঘোষণা করার পর রবিবার ট্রেন বন্ধ রাখারই সিদ্ধান্ত নিয়েছে রেল।
Railways has found some cases of Coronavirus infected passengers in trains which makes train travel risky.
Avoid train travel as you may also get infected if your co-passenger has Coronavirus.
Postpone all journeys and keep yourself and your loved ones safe. #NoRailTravel
— Ministry of Railways (@RailMinIndia) March 21, 2020
পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রেল ভ্রমণ এড়িয়ে যেতে বলছে।
এদিন রেলমন্ত্রকের ট্যুইটারে বলা হয়েছে, ট্রেনে করোনা সংক্রামিত বেশ কিছু যাত্রী পাওয়া গিয়েছে। ফলে রেল ভ্রমণে এখন বিপদ থাকছে।
আর্থিক সঙ্কট কাটাতে কেন্দ্রের ত্রাণ চাইছে শিল্পমহল
ট্রেন ভ্রমণ এড়িয়ে চলুন, না হলে সহযাত্রীদের থেকে আপনিও সংক্রামিত হতে পারেন। সমস্ত রকম রেল ভ্রমণ স্থগিত রাখুন।
নিজে ও নিজের ভালবাসার মানুষকে নিরাপদে রাখুন। জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য সমস্ত ক্ষেত্র ইতিমধ্যেই বন্ধ রেখেছে বহু রাজ্য।
মহারাষ্ট্র সরকার মুম্বাই ও শহরতলি, পুণে ও নাগপুরে গতকাল মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত শাটডাউন ঘোষণা করেছে। জনতা কারফিউর মধ্য দিয়ে লকডাউনের জন্য প্রস্তুত হচ্ছে দেশ।