#coronaUpdate করোনা, বাংলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন
ওই তরুণী সম্প্রতি স্কটল্যান্ড থেকে ফিরেছেন। মুম্বাই হয়ে হাবরায় ফেরেন তিনি। এরপর সর্দি জ্বর হয়। তিনি কোভিড ১৯ পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ আসে।
দ্য কোয়ারি ডেস্ক : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন। উত্তর ২৪ পরগনার হাবরার এক তরুণীর শরীরে মিলল করোনা ভাইরাস।
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত তিন
ওই তরুণী সম্প্রতি স্কটল্যান্ড থেকে ফিরেছেন। মুম্বাই হয়ে হাবরায় ফেরেন তিনি। এরপর সর্দি জ্বর হয়। তিনি কোভিড ১৯ পরীক্ষা করান।
রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শনিবার এ খবর জানিয়েছেন হাবরা পুরসভার পুরপ্রধান নীলিমেশ দাস।
করোনা আতঙ্কঃ স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষা
বাংলায় করোনায় তৃতীয় আক্রান্ত ওই তরুণীর খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
দুদিন আগে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল থেকে মধ্যপ্রদেশ ফেরত দুই যুবক করোনা আক্রান্ত সন্দেহে পরীক্ষার জন্য বেলেঘাটা আইডি-তে পাঠানো হয়।
— West Bengal Police (@WBPolice) March 6, 2020
পাশাপাশি দুই পুরসভা এলাকা হাবরা ও অশোকনগরে করোনা আক্রান্তের ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। বাড়ছে করোনা মোকাবিলায় আরও সতর্কতা।
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত তিন,দেশে ২৫৮
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৮ । এর মধ্যে ৩৯ জন বিদেশী রয়েছেন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এদিন সকাল ন’টা পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।
এই পরিস্থিতিতে.২২ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ইন্টারন্যাশনাল কমার্শিয়াল প্যাসেঞ্জার এয়ারক্র্যাফট নামার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
এছাড়াও ৬৫ বছরের বেশি বয়সের মানুষকে এ সময় ঘরে থাকা নিশ্চিত করতে রাজ্য সরকারগুলির কাছে আবেদন জানিয়েছে।
বিদেশ থেকে ফিরলেই কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, অন্যথায় কড়া ব্যবস্থা, হুঁশিয়ারী মুখ্যমন্ত্রীর
অন্যদিকে, পশ্চিমবঙ্গ সরকার করোনা প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্থগিত করা হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।
পাবলিক সার্ভিস কমশনের লিখিত পরীক্ষাও আপাতত স্থগিত করেছে রাজ্য সরকার। ২১ মার্চ থেকে ৫ এপ্রিল ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।