ভয়ের ডেল্টা আগস্ট শুরু, করোনার তীব্র সংক্রমণ উড়িয়ে বাংলাদেশে পিলপিলে ভিড়
দ্য কোয়ারি ডেস্ক: করোনা সংক্রমণের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্যের সংস্থা। শুরু হয়েছে ভয়ের আগস্ট মাস। এই মাসেই ডেল্টা ভ্যারিয়েন্ট তীব্র হবে বিশ্বজুড়ে। এসেছে সতর্কতা। তবে বাংলাদেশ নির্বিকার।
তীব্র সংক্রমণ চলছে বাংলাদেশে। চলছে
কঠোর লকডাউন। এরই মাঝে ম শিল্পকারখানা হঠাৎ খুলে দেওয়ায় শনিবার সারাদেশ থেকে সড়ক ও নৌপথে ঢাকা সহ অন্যান্যদের কর্মস্থলমুখী মানুষের ঢল শুরু হয়।
সড়কপথে মাইক্রোবাস, অটোরিকশা, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ছোট গাড়িতে ঢাকা সহ আশপাশের জেলার কর্মস্থলে ফিরছেন তারা। তবে গণপরিবহন বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। পথ ঘাটে সব জায়গাতেই স্বাস্থ্যবিধি ভেঙেচুরে একাকার হয়ে যায়।
আগস্ট জুড়ে ফের ভয়-কী জানি কী হয়! বিশ্ব স্বাস্থ্যসংস্থার হুঁশিয়ারি, অতি সংক্রামক করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট আগস্ট মাসে বিশ্বজুড়ে বিরাট সংক্রমণ ঢেউ আনবে। পুরো মাস জুড়ে চলবে এই তাণ্ডব। একেই ভয়ঙ্কর আগস্ট বলে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা।
ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার দেশগুলিতে বিশেষত সিরিয়া, তুরস্ক, ইরান ছাড়িয়ে উত্তর আফ্রিকার টিউনিসিয়া পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত গতিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, পশ্চিম এশিয়ার দেশগুলিতে টিকাকরণের কাজ এতটাই ধীরগতিতে চলছে যে করোনা সংক্রমণে মৃত্যুর হার আরও বাড়বে। টিকা নিলে এই মৃত্যুর সম্ভাবনা বহুলাংশে কম হয়।
শুধু পশ্চিম এশিয়া নয়, অন্যান্য ভৌগোলিক অঞ্চলেও ডেল্টা ভ্যারিয়েন্ট বা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সংক্রমণের প্রকোপ ছড়াতে শুরু করেছে। অলিন্পিক নগরী টোকিও এর অন্যতম কেন্দ্র।
বিবিসির খবর, পুরো জাপান জুড়েই করোনার সংক্রমণে উর্ধগতি। সংক্রমণ ঠেকাতে লকডাউন ও বিধিনিষেধ আরোপ করা হয়েছে জাপান জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনা। অলিম্পিকের আসর জুড়ে নেমেছে ভয়ের ছায়া।