Coronavirus: করোনার হানা এবার স্বাস্থ্য ভবনের অন্দরে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার হানা এবার স্বাস্থ্য ভবনের অন্দরে। যাদের ওপরে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পরিচালনার দ্বায়িত্ব এবার করোনার কবলে পড়েছেন সেই শীর্ষ স্বাস্থ্য কর্তারাই। স্বাস্থ্য প্রশাসনের দুই শীর্ষ কর্তাই করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়। তবে আশার কথা দুজনেরই সংক্রমন মৃদু।তেমন কোনও শারীরিক সমস্যা নেই। দুই কর্তার সঙ্গে স্বাস্থ্যভবনের আরও ৫০ জনের করোনায় আক্রান্তের সন্ধান মিলেছে।
সূত্রের খবর, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের ৮৭ জন করোনায় আক্রান্ত। মোট ১৩৫ জনের মধ্যে ৮৭ জনই করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে।
স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী জানিয়েছেন, তিনি কোভিড পজিটিভ,স্বাস্থ শিক্ষা অধিকর্তা ও কোভিড পজিটিভ তবে দুজনেই ভাল আছেন এবং এখনো তাদের তেমন কোন উপসর্গ নেই।
মমতার জন্মদিন পালনে যাদের এত হুল্লোড়, তারা সত্যিই কী শ্রদ্ধা করেন অগ্নিকন্যাকে!
বুধবার রাতেই স্বাস্থ্য অধিকর্তা ও শিক্ষা-স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের কোভিড পজিটিভের রিপোর্ট আসে। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন দুজনেই। অজয় বাবুর সর্দি ও কাশি সহ একাধিক উপসর্গ রয়েছে।
স্বাস্থ্য ভবনের মূল প্রশাসনিক কার্যালয়ে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেনে অনেকেই। তাই চিন্তা বাড়ছে হু হু করে। শুধুই স্বাস্থ্য ভবন নয়, পাল্লা দিয়ে করোনা আক্রান্তের হার বাড়ছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে।
চিকিৎসকদের চিন্তা, এইভাবে করোনা আক্রান্তের হার হু হু করে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়ার আশঙ্কা। বৃহস্পতিবারই ফের উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৯০ হাজার ৯২৮। একলাফে প্রায় ৫৭ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বাড়ল প্রায় ৩৩ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই।