#CoronaVirus: রেশন বন্টনে দুর্নীতি, গ্রেফতার ডিলার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রেশনে কম জিনিস দেওয়ার অভিযোগে গ্রেফতার রেশন ডিলার আনন্দ বিশ্বাস। ঘটনাটি মালদার গাজোল থানার দুই নম্বর গ্রামপঞ্চায়েতের মশালদিঘি আহরা গ্রামের ঘটনা।
জানা গিয়েছে, করোনা ভাইরাসের জেরে রাজ্য সরকারের নির্দেশে শুরু হয়েছে রেশন দেওয়া। আর সেই রেশন বন্টনকে কেন্দ্র করে মালদা জেলার বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ।
দীর্ঘদিন ধরেই গাজলের মশালদিঘি আহরা গ্রামের রেশন ডিলার আনন্দ বিশ্বাসের বিরুদ্ধে রেশনে সামগ্রী কম দেওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুনঃ #Coronavirus দেশের যুব সম্প্রদায়ের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি,স্বাস্থ্যমন্ত্রক
সেইমতো ব্লক প্রশাসন ঘটনার তদন্ত শুরু করে। ঘটনায় আনন্দ বিশ্বাস নামে ওই রেশন ডিলারকে গ্রেপ্তার করে পুলিশ।
যদিও আধিকারিকরা জানান ওই রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়েছে।
পাশাপাশি আরও একটি রেশন ডিলার রয়েছে তার হাতে এই রেশন সামগ্রী দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ।