#CoronaVirus: বিমার আওতায় থাকছেন বিদ্যুৎ দফতরের কর্মীরাও

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার যুদ্ধে সামিল রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের বিমার আওতায় আনলো রাজ্য। মঙ্গলবার কলকাতার রাসবিহারী বিধানসভায় এইকথা জানান রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

তিনি বলেন,  রাজ্যের বিদ্যুৎ পর্ষদের কর্মীরা জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত। তারাও অনান্য জরুরী বিভাগের মতো দিনরাত কাজ করে চলেছেন। বিদ্যুৎ পর্যদের কর্মীরাও রাস্তায় নেমে কাজ করছেন। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের বিমার আওতায় আনতে। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের আবেদন মেনে নিয়েছেন। এবার থেকে অনান্য বিভাগের মতো বিদ্যুৎ পর্যদের কর্মীরাও ১০ লক্ষ টাকার বিমার আওতায় আসবে বলে জানিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, করোনার যুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকার স্বাস্থ্য, দমকল ও পুলিশে কর্মরতদের অতিরিক্ত দশ লক্ষ টাকার বিমার আওতায় এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ #CorronaUpdate: অসহায় মানুষের পাশে সাংসদ. শতাধিক মানুষের হাতে তুলে দিলেন খাদ্যদ্রব্য

অন্যদিকে, নভেল করোনা ভাইরাসের জেরে চলা টানা লকডাউনের কারনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তর ও জেলা পরিষদগুলিকে চিঠি দিয়ে বিভিন্ন প্রকল্পের জন্যে দেওয়া অর্থের অব্যবহৃত অংশ এবং গত অর্থ বছরের পড়ে থাকা তহবিলের অর্থ দ্রুত ফেরত চাওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবারের মধ্যে এই অর্থ আবশ্যিকভাবে ফেরত দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

উল্লেখ্য লকডাউনের জেরে ক্ষতির মুখে পড়ে খরচে লাগাম টানতে রাজ্য সরকার ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ গ্রহন করে নির্দেশিকা জারি করেছে।

আগামী ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকরী থাকবে বলে জানান হয়েছে।

সম্পর্কিত পোস্ট