#Coronavirus “আপনারা ভেঙে পড়বেন না, অর্থের অভাব নেই ফিফার”
ফিফা সুত্রের খবর, প্রায় ৬ মিলিয়ন ডলার নিয়ে ২১১টি ফেডারেশনকে সাহায্য করার কথা ভাবা হচ্ছে ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- Covid19-এর হাত থেকে ফুটবলকে বাঁচাতে ত্রাতার ভূমিকায় ফিফা । সাফ জানিয়ে দিল, অর্থের অভাব নেই ।
সঙ্কটজনক পরিস্থিতিতে বিশ্ব ফুটবল মুখ থুবড়ে পড়লেও তাকে টেনে তোলার ক্ষমতা ফিফার আছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়েও ক্রীড়াজগৎ এভাবে ভেঙে পড়েনি । দেখা যায়নি বিশ্ব ফুটবলের ভয়াবহ রূপ ।
বিশ্বের একাধিক ফুটবল ফেডারেশন জানে না তাদের করণীয় কী। ক’দিন আগেই সাতবারের স্লোভাক চ্যাম্পিয়ন এমএসকে জিলিনা নিজেদের দেউলিয়া বলে ঘোষণা করেছে ।
উরুগুয়ের মতো দেশের ফুটবল ফেডারেশনের প্রায় চারশো স্টাফের চাকরি যাওয়ার মুখে ।
বেশ কিছুদিন আগেই জুভেন্তাস, বার্সেলোনার ফুটবলাররা জানিয়েছে তাদের চুক্তির অর্থ দিতে হবে না ।
সাহায্যের হাত বাড়িয়েছে মেসি রোনাল্ডোরাও
মেসিরা প্রায় ৭০ শতাংশ চুক্তির অর্থ ছেড়ে দিয়েছেন । একই পথে হেঁটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা চার মাস বেতন নেবেন না বলে জানিয়েছেন ।
বর্তমানে বিশ্বের ধনী লিগ ধরা হয় ইংলিশ প্রিমিয়ার লিগকে । সেই লিগে খেলা ক্লাবগুলো চলতি সপ্তাহের শুক্রবার ফুটবলারদের বেতন কতটা কাটা হবে তা নিয়ে আলোচনায় বসবে ।
নোভেল করোনার জেরে বিশ্বজুড়ে ফুটবলারদের উপর কোপ পড়ছে । আবার উলটো ছবিও দেখা গিয়েছে ।
অনেক দেশে ফুটবলাররা নিজেদের বেতন কাটতে দিতে রাজি নন । সুইজারল্যান্ডের এফসি সিওন ক্লাবের ন’জন ফুটবলার সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছেন।
জানিয়েছেন, তাঁদের বেতনে হাত দেওয়া চলবে না । কলম্বিয়ার ক্লাবগুলো ফুটবলারদের বেতন কাটা নিয়ে জনমত সংগ্রহ করতে নেমে পড়েছে ।
[ আরও পড়ুন :করোনা মোকাবিলায় PM-CARES-এ ত্রাণ ঘোষণা বিরুষ্কার ]
সব মিলিয়ে করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষ যতটা আতঙ্কিত, তার চেয়ে কোনও অংশে পিছিয়ে নেই ফুটবলাররাও।
এহেন পরিস্থিতিতে ফিফার পরিচালন পর্ষদ ঠিক করেছে, ছ’টা কনফেডারেশন কর্তাদের নিয়ে আলোচনায় বসা হবে ।
ইতিমধ্যেই Covid19-এরজেরে পরিস্থিতি গুরুতর বলে উল্লেখ করে ফিফার কাছে চিঠি পাঠিয়েছে ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন ।
জুভেন্তাসের প্রধান আন্দ্রেয়া অ্যাগনেলি সংস্থার প্রধান । তাঁর আবেদনপত্রে তুলে ধরা হয়েছে ভয়ংকর পরিস্থিতির কথা ।
অ্যাগনেলির আবেদনের কারণে শুধু নয়, ফিফা কর্তারা উপলব্ধি করতে পারছেন বিশ্ব ফুটবল আজ কোথায় দাঁড়িয়ে !
তাই অভয় দিয়ে জানিয়েছে, “আপনারা ভেঙে পড়বেন না। অর্থের অভাব নেই ফিফার। শীঘ্রই এই নিয়ে আলোচনায় হবে। তারপর আর্থিক প্যাকেজ ঘোষণা হবে।”
ফিফা সুত্রের খবর, প্রায় ৬ মিলিয়ন ডলার নিয়ে ২১১টি ফেডারেশনকে সাহায্য করার কথা ভাবা হচ্ছে ।
যা আগামী চার বছর ধরে কার্যকর থাকবে ।