#Coronavirus দেশের যুব সম্প্রদায়ের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি,স্বাস্থ্যমন্ত্রক
প্রাপ্ত তথ্য অনুসারে ইতিমধ্যেই স্পষ্ট যে, দেশের জনসংখ্যার Working Group হিসাবে চিহ্নিতরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- Covid19- এর ছোঁবলে বয়স্করা নন বরং বিপদের মুখে আছে দেশের যুব সম্প্রদায় ।
চাঞ্চল্যকর তথ্যটি প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । পরিসংখ্যান বলছে, দেশের করোনা আক্রান্তদের মধ্যে ৮৩ শতাংশেরই বয়স ৫০-এর নিচে ।
ফলে এতদিন ‘বয়স্ক আর শিশুদেরই করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি’–এই ধারণাকে কার্যত ভুল প্রমাণ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক । মন্ত্রকের তথ্য সামনে আসার পর বেড়েছে উদ্বেগ ।
প্রাপ্ত তথ্য অনুসারে ইতিমধ্যেই স্পষ্ট যে, দেশের জনসংখ্যার Working Group হিসাবে চিহ্নিতরাই বেশি করোনায় আক্রান্ত হয়েছেন ।
শুধুমাত্র তাই নয়, দেশের Covid19 পজিটিভদের মধ্যে অন্তত ৪২ শতাংশেরই বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে ।
For updates on #COVID19, please see :https://t.co/5ldaIlkQTc#SwasthaBharat #HealthForAll #Lockdown21 @PMOIndia @drharshvardhan @AshwiniKChoubey @PIB_India @PIBHomeAffairs @MIB_India @MoCA_GoI @COVIDNewsByMIB @mygovindia
— Ministry of Health 🇮🇳 #StayHome #StaySafe (@MoHFW_INDIA) April 4, 2020
এর পরবর্তী ধাপ অর্থাৎ ৪১-৫০ বছরের সীমার আওতায় যাঁরা রয়েছেন, তাঁদের হার অন্তত ৩৩ শতাংশ ।
তৃতীয় স্তরে রয়েছেন সিনিয়র সিটিজেনরা । অর্থাৎ যাঁদের বয়স ৬০ বছরের ঊর্ধ্বে ।
এমনিতে ষাটোর্ধ্বরাই করোনা সংক্রমণের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকির আওতায় রয়েছেন । বর্তমানে তাদের মধ্যে অন্তত ১৭ শতাংশ করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে ।
[ আরও পড়ুন : রাত ৯টায় শক্তির প্রদর্শন -“৯” এর রহস্য ভেদে হাজার প্রশ্ন ]
সংক্রমিতের তালিকায় সর্বশেষে আছে তারা, যাদের বয়স ২০ বছরের নিচে । এর আওতায় থাকা ৯ শতাংশ বর্তমানে করোনা পজিটিভ ।
শনিবার এক সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই তথ্যমূলক পরিসংখ্যানটি প্রকাশ্যে আনা হয়েছে ।
পরিসংখ্যান সামনে আসার পরই চিকিৎসক এবং স্বাস্থ্য বিশারদরা বলছেন, দেশের যুবারা মনে করেছিলেন, তাঁদের এই রোগের সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম ।
কিন্তু এখন তাঁরা নিজেরাই ভুল প্রমাণিত হচ্ছেন । বেশিরভাগেরই দাবি, যেহেতু এই রোগের উপসর্গ বুঝতেই অনেকটা সময় লেগে যায় ।
সেক্ষেত্রে বয়স নির্বিশেষে প্রত্যেকেরই social distance বজায় রাখা এবং বার বার হাত ধোঁয়ার অভ্যাস করা উচিত।