#Coronavirus মারণ ভাইরাসের টিকা বানাবে জনসন অ্যান্ড জনসন

সংস্থার তরফে Covid19-টিকা তৈরির কথা ঘোষণা করতেই এক লাফে J&J-এর শেয়ারের দাম ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।  

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- মারণ ভাইরাসকে বাগে আনতে উঠেপড়ে লেগেছে বিশ্বের তাবড় ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি ।

এবার সেই তালিকায় নাম নিজেদের সামিল করল শিশুদের উপযোগী জিনিসপত্র প্রস্তুতকারক সংস্থা জনসন অ্যান্ড জনসন।

Covid19-এর টিকা বানাবে জনসন অ্যান্ড জনসন

সংস্থার তরফে Covid19-টিকা তৈরির কথা ঘোষণা করতেই এক লাফে J&J-এর শেয়ারের দাম ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে ।  

J&J-র তরফে জানানো হয়েছে, জরুরি ভিত্তিতে কোভিড-১৯–এর টিকা বানানো শুরু করবে জনসন অ্যান্ড জনসন । 

সেপ্টেম্বর থেকেই মানুষের উপরে ওই টিকা পরীক্ষা করা হবে । যদিও জনসন ওষুধ প্রস্তুতকারক সংস্থা নয় ।

[ আরও পড়ুন : #coronavirus করোনার প্রতিষেধক আবিষ্কার করেছে চিন, দাবি করছে চিনা সংবাদমাধ্যম

তা সত্ত্বেও Covid19-এর টিকা তৈরির ক্ষেত্রে প্রথম এগিয়ে এসেছিল শিশুদের উপযোগী জিনিসপত্র প্রস্তুতকারক সংস্থাটিই।

J&J-র সিইও অ্যালেক্স গোরস্কি জানান, এই মুহূর্তে বিশ্ব জুড়ে স্বাস্থ্য সঙ্কট চলছে । এই পরিস্থিতিতে ওই টিকা তৈরিতে আমাদের দিক থেকে যতটা সম্ভব তা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ।  

একটি বিবৃতিতে সংস্থার তরফে আরও জানানো হয়েছে, আমেরিকায় টিকা তৈরির পরিকাঠামো ও ক্ষমতাও বাড়ানো হচ্ছে । 

জনসন অ্যান্ড জনসন,চিনের আবিষ্কৃত টিকা বাইরে প্রয়োগ করবে বেজিং

এ দিকে, করোনাভাইরাস প্রতিরোধে চিনের তৈরি টিকা দেশের বাইরেও পরীক্ষার কথা ভাবছে বেজিং । 

চিনের এক গবেষক সম্প্রতি জানান, ভাইরাসের কেন্দ্র উহানের উপরে পরীক্ষা সফল হলে অন্যান্য দেশেও তা পরীক্ষা করা যেতে পারে ।

চাইনিজ অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের সদস্য চেন ওয়েই জানান, সরকারের অনুমতি অনুসারে গত ১৬ মার্চই উহানে টিকার প্রথম ধাপের পরীক্ষা শুরু হয়েছে । 

এপ্রিলে তার ফলাফল হাতে আসার কথা । চিনে থাকা বিদেশিদের উপরেও ওই টিকাটি প্রয়োগ করা হয়েছে বলে জানান চেন। 

[ আরও পড়ুন : #Coronaupdate চিরাচরিত হাইড্রক্সিক্লোরোকুইনেই ভরসা রাখছেন ট্রাম্প ]

তিনি আরও জানান, প্রাথমিক পরীক্ষার পরে টিকাটি যদি সুরক্ষিত ও সফল প্রমাণিত হয়, সেক্ষেত্রে টিকাটিকে পরীক্ষার পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে । 

করোনা ভাইরাসের জেরে বিশ্ব জুড়ে মহামারির সৃষ্টি হয়েছে । 

চিনের আবিষ্কৃত  টিকা সফল হলে Covid19কে অনেকাংশে রুখে সম্ভব হবে বলে করছে চিনা বৈজ্ঞানিক মহল । 

সম্পর্কিত পোস্ট