মুম্বাইতে আটকে একাধিক ছাত্রছাত্রী প্রত্যেকদিন বাড়ছে অনিশ্চয়তা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ইতিমধ্যেই রাজস্থানের কোটা থেকে বহু ছাত্রছাত্রীকে ফিরিয়ে আনা হয়েছে রাজ্যে। অন্যদিকে, অন্যান্য বিভিন্ন রাজ্যে আটকে পড়া ছাত্রছাত্রীদের করুন অবস্থার ছবিও উঠে আসছে।
যেমন,মুম্বাইয়ের চেম্বুর-আন্ধেরি সংলগ্ন এলাকায় আটকে পড়া টাটা ইন্সটিটিউট অফ সোস্যাল সাইন্সের ছাত্রছাত্রীরা। এদের মধ্যে কম করে ৩০ জন এই রাজ্যের স্টুডেন্ট।
https://www.facebook.com/thequiry/videos/2597093840609372/
মহারাষ্ট্রের এই অঞ্চলগুলি সিল করে দেওয়ার ফলে সবজির দাম মারাত্মক। আবার রোজ বেরাতে না পারার জন্য জরুরি সামগ্রীটুকু পাচ্ছেন না তারা। ইন্সটিউটের তরফ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না কোনো। হাতে যতটুকু টাকা ছিল তাও প্রায় সব শেষের পথে। বাড়ি থেকে যে টাকা আসছে তা দিয়েই চলছে কোনপ্রকার।
ভিন রাজ্য আটকে পরা শ্রমিকদের নিয়ে ট্রেন এলে ডানকুনিতে
এদের অনেকেরই বাড়ি ভাড়ার লিজ শেষ হয়ে এসেছে, এই অবস্থায় বাড়িতে থাকতে দেওয়া হবে কিনা তা নিয়েও সন্দেহ জাগছে তাদের অনেকের মনে। এদের মধ্যে একজন বন্ধুর বাড়িতে আশ্রিতা।
পুলিশের তরফ থেকেও সহযোগিতা পাচ্ছে না বললেই চলে। অবস্থা এতটাই করুন যে, এখানে বহু মেয়েরাও ফেঁসে রয়েছে যাদের কাছে স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত পৌঁছাচ্ছে না। এমনব অবস্থায় তারা প্রত্যেকে বাড়ি ফিরতে কিংবা মহারাষ্ট্র সরকারের সাহায্য চাইছে।
রাজ্যের কাছে তাদের আবেদন, তাদেরও বাড়ি ফেরার ব্যবস্থা করা হোক৷ যাতে এইরকম অনিশ্চিত জীবনযাপন থেকে মুক্তি পেতে পারে।