করোনা মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আর্থিক দান
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। চলছে লক ডাউন ২১ দিনের।
দরিদ্র মানুষের জন্য – যারা দিন আনে দিন খায় তাদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গঠন করা হয়েছে এক বিশাল আর্থিক প্যাকেজ। গঠন করা হয়েছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল।
যে তহবিলে এবার বিশাল অর্থের দান করলেন রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মধ্যশিক্ষা পর্ষদ , উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ , প্রাথমিক শিক্ষা পর্ষদ , টেক্সট বুক কর্পোরেশন ও কলেজ সার্ভিস কর্পোরেশন এর মতো শিক্ষা দফতরের অধীনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দেয় ৫ কোটি টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে।
আরও পড়ুনঃ#FightAgainstCorona ক্রীড়াজগৎকে এগিয়ে আসার ডাক দিলেন মোদি
পিছিয়ে নেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিও। এঁরা ত্রাণ তহবিলে দেয় আড়াই কোটি টাকা।
সব মিলিয়ে মোট সাড়ে সাত কোটি টাকা এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের শিক্ষা দফতরের অধীনে থাকা সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুখ্যমন্ত্রীর কাছে অর্থ তুলে দেন।
কুর্নিশ জানাতেই হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত সব মানুষজনদের।