#Coronaupdate চিরাচরিত হাইড্রক্সিক্লোরোকুইনেই ভরসা রাখছেন ট্রাম্প

আক্রান্ত ১ হাজার ১০০ জনের শরীরে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬ লক্ষ ৯৭ হাজার ২৪৪ । যার মধ্যে মার্কিন মুলুকেই রয়েছে ১ লক্ষ ২২ হাজার ৬৫৩ জন ।

মারণ ভাইরাসের জেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ১১২ জনের । 

বিপদের মধ্যেও আসার আলো দেখছেন মার্কিন প্রেসিডেন্ট । 

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন

আক্রান্ত ১ হাজার ১০০ জনের শরীরে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ।

প্রেসিডেন্টের দাবি এই ওষুধটি Covid-19 -এর সঙ্গে লড়াইয়ে অবিশ্বাস্য ফল দিতে পারে। 

১৯৫৫ সাল থেকে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়ে আসছে চিরাচরিত সস্তার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন । 

[ আরো পড়ুন :#coronavirus করোনার প্রতিষেধক আবিষ্কার করেছে চিন, দাবি করছে চিনা সংবাদমাধ্যম ]

বর্তমানে নিউ ইয়র্কের করোনাভাইরাস আক্রান্ত রোগীদের পরীক্ষামূলক ভাবে এই ওষুধ দেওয়া হচ্ছে । 

আশা করা হচ্ছে, নোভেল করোনাভাইরাসের চিকিৎসায় এই ওষুধ নতুন দিশা দেখাবে।

হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্পের মন্তব্য, “নিউ ইয়র্কে ১১০০ জনকে হাইড্রক্সিক্লোরোকুইনের সঙ্গে অ্যাজ়িথ্রোমাইসিন দেওয়া হচ্ছে। খুবই অল্প সময় কেটেছে। মাত্র দু’দিন আগে এই পরীক্ষা শুরু করা হয়েছে। কী হয়, দেখা যাক।” 

গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, এই ওষুধ হয়তো “ঈশ্বরের উপহার।”

শনিবার টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, “হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজ়িথ্রোমাইসিন, দু’টি একসঙ্গে মিলে ওষুধের ইতিহাসে বিরাট এক পরিবর্তন নিয়ে আসতে পারে।” 

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA-র অধিকর্তা স্টিফেন হন Covid19-এর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনকে দ্রুত ছাড়পত্র দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প । 

ট্রাম্প বলেছেন, “গুরুতর অসুস্থদের জন্য এফডিএ আপৎকালীন ভিত্তিতে ব্লাড থেরাপি ‘কনভালেসেন্ট প্লাজমা’ পরীক্ষামূলক ভাবে ব্যবহারের অনুমতি দিয়েছে।”

করোনা ভাইরাসের মোকাবিলায় ম্যালেরিয়া রোগের চিরাচরিত ওষুধ সফল হলে একটা নতুন দিশা খুলে যাবে বিশ্বের কাছে । 

যার মূল কান্ডারী হবে অবশ্যইবিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রের নায়ক ।

সম্পর্কিত পোস্ট