#Coronavirus ২৪ ঘন্টায় মৃত্যুর রেকর্ড আমেরিকায়

গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত্যু হয়েছে প্রায় দু’হাজার মানুষের । টানা দু’দিন দু’হাজারের বেশি মানুষের মৃত্যু হল আমেরিকায়। 

দ্য কোয়ারি ওয়েবডেস্ক-  ৪ মাস পরেও বাগে আনা যায়নি মারণ ভাইরাসকে । বরং নিজের মারণ ক্ষমতা আরও বাড়াচ্ছে COVID-19। 

করোার জ্বরে কাবু নিউইয়র্ক সহ আমেরিকার একাধিক স্থান । 

হুঁশিয়ারি ও চাপ দিয়ে ভারতের থেকে হাইড্রক্সিক্লোরোকুইন আমদানি করার পরও অবস্থার উন্নতি নেই । 

মৃত্যু মিছিলের নিরীখে ইতালির পরই নাম উঠেছে আমেরিকার । অবস্থার অবনতির দিকে যাচ্ছে ইউরোপের দুই দেশ – জার্মানি, ফ্রান্স।

গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রেই করোনায় মৃত্যু হয়েছে প্রায় দু’হাজার মানুষের । টানা দু’দিন দু’হাজারের বেশি মানুষের মৃত্যু হল আমেরিকায়। 

বৃহস্পতিবার বেলা ১২টা অবধি পাওয়া তথ্য অনুসারে মৃতের সংখ্যা ১৪ হাজার ৮০২ । 

বিশ্বজুড়ে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে সাড়ে ৮৮ হাজার মানুষের। আক্রান্তের সংখ্যা প্রায় ১৫ লক্ষ।

গত কয়েক দিন ধরেই করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে আমেরিকা । 

সেখানে ৪ লক্ষ ৩৪ হাজার ৭৯১ জন সংক্রমণের শিকার হয়ে পড়েছেন। মৃতের সংখ্যা ১৪ হাজার ৮০০। 

এর মধ্যে শুধু মাত্র নিউইয়র্কেই মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজার মানুষের । 

আমেরিকার থেকে মৃতের সংখ্যা বেশি ইটালিতে। সেখানে সাড়ে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে । 

তবে সংক্রমণে কিছুটা লাগাম পরানো গিয়েছে বলেই মনে করছেন চিকিৎসকরা । 

এখনও পর্যন্ত ইটালির ১ লক্ষ ৩৯ হাজার মানুষের করোনা সংক্রমণ ধরা পড়েছে । 

স্পেনে মৃত্যু হয়েছে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের । সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার মানুষ ।

[ আরও পড়ুন : করোনার চোখ রাঙানিকে উপেক্ষা করেই অতিথি সৎকার, ফল ভুগছে আমজনতা !  ] 

করোনার জেরে ফ্রান্সে মারা গিয়েছেন প্রায় ১১ হাজার মানুষ । 

জার্মানিতে মৃতের সংখ্যা দু’হাজারের কিছুটা বেশি । তবে সংক্রমণ ১ লক্ষ ১৩ হাজারও বেশি ছাড়িয়ে গিয়েছে।

৭৬ দিন পর, বুধবার লকডাউন উঠেছে চিনের উহান শহরে । গত বছর নভেম্বরে এই শহরেই প্রথম ছড়িয়ে পড়ে করোনা সংক্রমণ । 

তার পর পরিস্থিতি আয়ত্তে এলেও, দ্বিতীয় বার সংক্রমণ ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন । 

কারণ নতুন করে ৬৩ জন করোনার শিকার হয়েছেন।

সম্পর্কিত পোস্ট