টিকা না দিয়ে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা কেন্দ্রের: ফিরহাদ হাকিম
দ্য কোয়ারি ডেস্ক: কোভিশিল্ড টিকা দেওয়া বন্ধ নিয়ে রাজ্য কেন্দ্র সংঘাত তীব্র হয়েছে। সোমবার থেকে টিকাকরণ ফের চালু হওয়ার কথা। তবে সেটি আদৌ সম্ভব হবে কিনা তা নিয়েই প্রশ্ন। তা শুক্রবার রাত পর্যন্ত নিশ্চিত নয়। পর্যাপ্ত টিকার জোগান না পাওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।
কলকাতা পুরসভা সূত্রে খবর, যা পরিস্থিতি তাতে আজ শনিবার টিকাকরণ হবে না। রবিবার টিকাকরণ বন্ধ। সোমবার ফের টিকাকরণ শুরু হওয়ার সম্ভাবনা। তহে পর্যাপ্ত টিকা এলে তবেই সোমবার থেকে তা দেওয়া যাবে। না এলে ওইদিনও কোভিশিল্ড টিকা দেওয়া হবে না।
ফিরহাদ হাকিমের অভিযোগ, টিকা না দিয়ে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।চক্রান্ত করেই রাজ্যকে টিকা পাঠাচ্ছে না কেন্দ্রের মোদী সরকার। জেলায় জেলায় টিকাকরণ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। টিকা না পেয়ে পুলিশের সঙ্গে বচসার জেরে হয়েছে লাঠিচার্জ।
টিকা না মেলা পর্যন্ত নতুন টিকাকরণ শুরু করা হবে না। এমনই জানিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে, কোভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজের টিকাকরণ চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।