#coronavirusindia : একগুচ্ছ অর্থনৈতিক পদক্ষেপ কেন্দ্রের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়ানো হল। ৩১ মার্চ পর্যন্ত লকডাউন। এবার গোটা রাজ্যেই হবে লকডাউন। আজ বিকেল পাঁচটা থেকে বলবৎ ।
এরই পাশাপাশি রোজগারহীন মানুষদের জন্য নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর। নাম প্রচেষ্টা। মাসে এক হাজার টাকা করে সাহায্য মিলবে।
পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যের বিভিন্ন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা।
কেন্দ্র সরকারের তরফেও অর্থবর্ষের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপঃ
১) আয়কর জমার সময়সীমা বাড়ল। ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর ও জিএসটি রিটার্ন দাখিলের সময়সীমা ৩০শে জুন পর্যন্ত বাড়ানো হলো।
২) টিডিএস জমার সময়সীমা বাড়ছে না। দেরিতে জমা করলে বর্তমান ১৮ শতাংশের জায়গায় দিতে হবে ৯ শতাংশ জরিমানা।
৩) বিশেষ অর্থনৈতিক প্যাকেজ শীঘ্রই ঘোষণা হবে। জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
৪) আধার-প্যান সংযোগের সময়সীমা বাড়িয়ে ৩০শে জুন অবধি করা হল।
৫) ‘বিবাদ সে বিশ্বাস’ প্রকল্পের সময়সীমা বাড়ানো হলো। তা বেড়ে হলো ৩০শে জুন পর্যন্ত। অতিরিক্ত ১০ শতাংশ চার্জ দিতে হবে না
আরও পড়ুনঃ উত্তরপূর্বে করোনা থাবা, দেশ জুড়ে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
৬) শুল্ক মেটানো সংক্রান্ত সকল নোটিশের সময়সীমা ৩০শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
৭) ৫ কোটির নীচে লেনদেন হয়, এমন কোম্পানীগুলিকে কোন সুদ দিতে হবে না। বিলম্বের কারণে জরিমানা ও লেট ফি নেওয়া হবে না।
৮) ৫ কোটি টাকার বেশী লেনদেন হয়, এমন কোম্পানিগুলিকে দিতে হবে ৯ শতাংশ সুদ।
৯) সীমাশুল্ক ছাড়পত্র প্রদান ব্যবস্থা ৩০শে জুন পর্যন্ত কার্যকর থাকবে।