#coronavirusindia : একনজরে কেন্দ্রের গৃহীত দশটি পদক্ষেপ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ

১) দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, #covid19 ভাইরাসের বিপদ মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে তার বক্তব্যে উঠে আসবে।

২) করোনা সংক্রমণের প্রেক্ষিতে একগুচ্ছ অর্থনৈতিক পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। আয়কর জমার সময়সীমা বাড়ল। ২০১৮-১৯ অর্থবর্ষের আয়কর ও জিএসটি রিটার্ন দাখিলের সময়সীমা ৩০শে জুন পর্যন্ত বাড়ানো হলো। বিশেষ অর্থনৈতিক প্যাকেজ শীঘ্রই ঘোষণা হবে জানালেন অর্থমন্ত্রী। আধার-প্যান সংযোগের সময়সীমা ৩০শে জুন পর্যন্ত বাড়ল।

৩) দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে রাজ্যসভার কয়েকটি আসনের জন্য নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এমাসের ২৬ তারিখে ৫৫ টি রাজ্যসভার আসনের জন্য এই নির্বাচন হওয়ার কথা ছিল। ইতিমধ্যেই ৩৭টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৮ টি আসনের জন্য ভোটগ্রহণ বর্তমান পরিস্থিতিতে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুনঃ #coronavirusindia : একগুচ্ছ অর্থনৈতিক পদক্ষেপ কেন্দ্রের

৪) তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশে মুদ্রণ এবং বৈদ্যুতিন গণমাধ্যমের কাজে যাতে ব্যঘাত না ঘটে রাজ্যগুলিকে তা নিশ্চিত করতে বলেছে। মুখ্য সচিবদের উদ্দেশে পাঠানো এক চিঠিতে মন্ত্রক বলেছে, জনস্বাস্থ্যের এই সংকটময় পরিস্থিতিতে মানুষকে সচেতন করে তুলতে সঠিক তথ্য প্রচার হওয়া অত্যন্ত জরুরী। তাই লকডাউন পরিস্থিতিতে টেলিভিশন চ্যানেল, সংবাদ সংস্থা, ডিজিটাল সংবাদ সংগ্রহ, ডিটিএইচ, এইচ আইটিএস, এমএসওএস, কেবল অপারেটর, এফএম রেডিও এবং কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে যথাযথভাবে কাজ করতে দেওয়ার জন্য মন্ত্রক সব রাজ্যকে অনুরোধ জানিয়েছে।

৫) করোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্র আজ মধ্যরাত থেকে দেশের আকাশপথে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১২টার পর থেকে কেবলমাত্র মালবাহী বিমান ছাড়া দেশের মধ্যে চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক উড়ান আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

৬) দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯২। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এখনো পর্যন্ত ৩৭ জন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন।

৭) কোভিড 19- সংক্রমণের প্রেক্ষিতে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রক বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত্ব ক্ষেত্রে সমস্ত নিয়োগকর্তাকে তাদের কর্মীদের বেতন না কাটার জন্য নির্দেশিকা জারি করেছে। ঐ দপ্তরের সচিব হীরালাল সামারিয়া এই মর্মে এক চিঠিতে বলেছেন, বেসরকারি ও রাষ্ট্রয়ত্ত্ব কোনো সংস্থার কোনো কর্মী এই সময় কোনো ছুটি নিলে তাকে কর্তব্যরত ধরে নিয়ে কোনোরকম বেতন কাটা যাবেনা।

আরও পড়ুনঃ উত্তরপূর্বে করোনা থাবা, দেশ জুড়ে ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা

৮) দিল্লি সরকার জাতীয় রাজধানীর আন্তঃরাজ্য সীমান্ত পুরোপুরি সিল করে দিয়েছে। তবে অত্যাবশ্যক পণ্য এবং পরিষেবা অব্যহত থাকছে। গতকালই রাজধানীতে ১৪৪ ধারা বলবত হয়েছে। শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জারি থাকা আন্দোলন পুলিশ আজ তুলে দিয়েছে।

৯) সুপ্রিম কোর্ট সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে, কারাগার থেকে কি ধরনের বন্দীদের চার থেকে ছ সপ্তাহ প্যারোলে মুক্তি দেওয়া যায়, তা নির্ধারণের জন্য উচ্চস্তরীয় কমিটি গঠন করতে বলেছে। প্রধান বিচারপতি এস.এ.বোবদের নেতৃত্বাধীন এক বেঞ্চ আজ বলেছেন, ঐ কমিটি রাজ্য আইনী পরিষেবা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে কাজ করবে।

১০) করোনা সংক্রমণের জেরে উয়েফা, চ্যাম্পিয়নস লীগ ফাইনাল স্থগিত করে দিয়েছে। বাতিল হয়ে যেতে পারে টোকিও অলিম্পিক।

সম্পর্কিত পোস্ট