#coronavirusindia করোনার প্রকোপে টালমাটাল বিএসই-র শেয়ার বাজার

সোমবার কিছুটা ঘুরে দাঁড়ালেও দুপুরের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যখন খবর দেন যে ভারতে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তখন শেষবেলায় ফের পড়ে যায় সূচক।

দ্য কোয়ারি ওয়েবডেস্ক- করোনার জেরে ক্রমশ বেড়েই চলেছে মৃতের সংখ্যা । চিনে সংক্রমণের সংখ্যা কমলেও মৃত্যু মিছিল জারি রয়েছে।

অন্যদিকে ইউরোপের একাধিক দেশে থাবা বসিয়েছে নভেল করোনা ভাইরাস । ফলে মারণ ভাইরাসের প্রকোপ ঠেকাতে আন্তর্জাতিক সীমানা বন্ধ রাখছে বহু দেশের প্রশাসন । 

করোনায় আক্রান্ত অর্থনীতি

যার বিরূপ প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে । বলতে গেলে করোনার শিকার হয়েছে শেয়ার বাজার । 

মঙ্গলবার দিনের শুরুতে বিএসই সেনসেক্স প্রায় ৫০০ পয়েন্ট চড়লেও বেলা বাড়ার সঙ্গেই ফের নিম্নমূখী সূচক ।

দিনের শুরুতে মেটাল ও ফারমার স্টক ভাল ফল করায় অনেকটাই উঠে যায় সেনসেক্সের সূচক। বাড়ে নিফটিও । 

বাজার খুলতেই সেনসেক্স-এর  সূচক ৫০৬ পয়েন্ট অর্থাত্‍‌ ১.৩৩% চড়ে ৩৮ হাজার ৬৫০-য় পৌঁছয় । ১৪৬ পয়েন্ট অর্থাত্‍‌ ১.৩১% চড়ে নিফটির সূচক পৌঁছায় ১১ হাজার২৭৯-এ । 

আরও পড়ুন : করোনা আতঙ্কে তলানিতে ঠেকেছে সেনসেক্স

তবে বেলা বাড়তেই বিপত্তি শুরু হয়ে যায় । লগ্নিকারীরা শেয়ার বিক্রি করে মূলধন তুলে নেওয়ার ফলে ১২ টা নাগাদ সেনসেক্স দাঁড়িয়েছে ৩৮ হাজার ২১৫ পয়েন্ট । একইভাবে নিফটি নেমে দাঁড়িয়েছে ১১ হাজার ১৭৭-এ।   

মঙ্গলবার সেনসেক্সে কিছুটা লাভের মুখ দেখেছে সান ফারমা, টাটা স্টিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ICICI ব্যাংক, HCL টেক ও ভারতীয় এয়ারটেল । 

NSE-র ক্ষেত্রে সবাই লাভবান হয়েছে । তবে ৩.৩৫%-এরও বেশি লাভ হয়েছে নিফটি মেটাল ও ফারমার । 

ক্ষতির সম্মুখীন হয়েছে টাইটান, ITC, HDFC-র শেয়ার। 

করোনায় আক্রান্ত অর্থনীতি, শেয়ার বাজারে ব্যাপক ধস

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের থাবা পড়তেই টালমাটাল শুরু হয়েছে শেয়ার বাজারে । ক্রমশ পড়তে থাকে সেনসেক্স ও নিফটির সূচক । 

আরও পড়ুন : বকেয়ার অর্থের পরিমাণ পুণর্বিবেচনা করবে ডট

সোমবার কিছুটা ঘুরে দাঁড়ালেও দুপুরের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী যখন খবর দেন যে ভারতে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তখন শেষবেলায় ফের পড়ে যায় সূচক।

ইতিমধ্যেই ৫৬টি  দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস । বিশ্বে প্রায় ৮৩ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । 

চিনেই আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৮২৪ । এর মধ্যে ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে ।
যেভাবে করোনা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে, এই অবস্থায় ভারত কীভাবে তার মোকাবিলা করে, সেদিকেই সকলের নজর ।

সম্পর্কিত পোস্ট